গাজীপুর মহানগর সংবাদদাতা: গাজীপুর মহানগরীকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘাঁটিতে পরিণত করার জন্য আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহাঃ জামাল উদদীন। তিনি আজ ১১ জুলাই গাজীপুর মহানগর জামায়াতের ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে ষান্মাসিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, উপযুক্ত ও দেশপ্রেমিক জনপ্রতিনিধি ছাড়া আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। তিনি আরও বলেন, বৈষম্যমুক্ত সমাজ গঠন করতে হলে তাকওয়াবান, পরহেজগার ও দেশ প্রেমিক মানবিক মানুষকে ক্ষমতায় পাঠাতে হবে। এই জন্য গাজীপুরের প্রতিটি বাড়ি বাড়ি, অলিগলি, ডোর টু ডোর বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের পক্ষে জোরদার প্রচারণা চালিয়ে যেতে হবে। গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুকের সঞ্চালনায় কয়েকটি ভাগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রতিটি ওয়ার্ডের গত জানুয়ারি থেকে জুন ‘২৫ ষান্মাসিক রিপোর্ট আলোচনা পর্যালোচনা করা হয়। প্রধান অতিথি আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের দাওয়াতী কাজের জন্য ওয়ার্ড সভাপতি, সেক্রেটারিসহ সর্বস্তরের দায়িত্বশীলদের কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। সকালে কোনাবাড়ি থানায় ও বিকেলে মহানগর পেশাজীবি দায়িত্বশীলদের নিয়ে গাজীপুর শিববাড়ি জামায়াত অফিসে সম্মেলনগুলো অনুষ্ঠিত হয়েছে। উক্ত ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সম্মেলনগুলোতে গাজীপুর মহানগর জামায়াতের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন এবং মহানগরীর বিভিন্ন ওয়ার্ড ও বিভাগীয় ওয়ার্ড দায়িত্বশীলগণ অংশ নিয়েছেন।
রাজনীতি
গাজীপুরের মাটিকে জামায়াতের ঘাঁটিতে পরিণত করতে হবে ---অধ্যাপক মোহাঃ জামাল উদদীন
গাজীপুর মহানগরীকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘাঁটিতে পরিণত করার জন্য আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহাঃ জামাল উদদীন।
Printed Edition
