বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির বলেছেন, আগামী নির্বাচনকে পেশীশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত রেখে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তির দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। তাই কালক্ষেপণ না করে জামায়াতের যৌক্তিক দাবিসমূহ মেনে নেওয়ার জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

পিআর পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাবতলী (আমিন বাজার) পর্যন্ত ২০ কিলোমিটার সড়ক জুড়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে যাত্রাবাড়ী অংশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, এ দেশের জনগণ বুঝতে পারছে—দেশের স্বাধীনতা রক্ষা, দুর্নীতিমুক্ত প্রশাসন, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে জামায়াতের বিকল্প নেই। এজন্য জনগণ আজ গ্রাম-গঞ্জে আওয়াজ তুলছে, সব দেখা শেষ; এবার জামায়াতে ইসলামীর বাংলাদেশ।

এসময় তিনি বলেন, ৫ দফা দাবি জামায়াতে ইসলামীর একক দাবি নয়। এই দাবি দেশের সকল ইসলামী দল ও দেশপ্রেমিক বিভিন্ন রাজনৈতিক দলের। এই দাবির সঙ্গে যুক্ত জাতির ভবিষ্যৎ। ৫ দফা দাবি আদায় হলে নতুন বাংলাদেশ গড়ে তোলার পথ তৈরি হবে। ‘জুলাই সনদের আইনি ভিত্তি’, ‘পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন’, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চতকরণ’, ‘ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা’, এবং ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ও তাদের বিচারের মুখোমুখি করা ‘ ৫ দফা দাবি গণমানুষের মুক্তির দাবি। এই ৫ দফা বাস্তবায়িত হলে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হবে।

তিনি বলেন, জামায়াত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে। গণমানুষের কল্যাণে জামায়াতে ইসলামীর কার্যক্রমে জনগণ আজ জামায়াতে ইসলামীর প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করছে। জনগণ বিশ্বাস করছে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অতীতে যা প্রচার করা হয়েছে তার সবই ছিল রাজনৈতিক প্রতিহিংসা ও অপপ্রচার। ৫ আগস্ট পরবর্তী জামায়াতে ইসলামী যখন মুক্তভাবে জনগণের সেবা করার পরিবেশ পেয়েছে তখন জনগণ দেখতে পেরেছে প্রকৃত অর্থে জামায়াতে ইসলামীই একটি কল্যাণকামী রাজনৈতিক দল।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে যাত্রাবাড়ী অংশের মানববন্ধনে মহানগরীর বিভিন্ন থানা আমীর ও কাউন্সিলর প্রার্থীগণসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।