ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সামরিক আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাজা ও পশ্চিম তীরে চলমান রক্তপাত ও নৃশংসতার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাতে মিছিলকারীরা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সোমবার (৭ এপ্রিল) বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রেসক্লাবে সামনে গিয়ে সমাবেশ করে। এদিকে সকাল ও দুপুরে হেফাজতে ইসলাম ও সাধারন শিক্ষার্থী ও জনতাদের সম্মিলিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর নেতা-কর্মী, স্থানীয় রাজনৈতিক সমর্থক ও সাধারণ জনতা ফিলিস্তিনি পতাকা ও প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে শ্লোগান দিতে দিতে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল-"ইসরায়েলি সন্ত্রাস বন্ধ করো", "ফিলিস্তিনের রক্তে রাঙা ইতিহাস" এবং "মুসলিম বিশ্ব এক হও"।
জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া শাখার আমীর মাওলানা মুহাম্মদ মোবারক হোসেন আখন্দের নেতৃত্বে মিছিলটি পরিচালিত হয়। তিনি তার বক্তব্যে বলেন, গাজার নিরীহ মানুষের ওপর ইসরায়েলের বর্বরতা মানবতার বিরুদ্ধে অপরাধ। আমরা বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের পক্ষে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাই।"
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা বলেন, ফিলিস্তিন সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত মুসলিম উম্মাহ কখনও নিরাপদ নয়। আমরা ফিলিস্তিনিদের সাথে আমাদের সংহতি জানাচ্ছি এবং তাদের ন্যায্য সংগ্রামের পাশে দাঁড়াচ্ছি।"
মিছিলে জামায়াতে ইসলামীর কর্মী ছাড়াও স্থানীয় যুবক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। অংশগ্রহণকারী ছাত্র হাসান বলেন, "আমরা টিভি ও সামাজিক মাধ্যমে গাজায় শিশু ও নারীদের মৃত্যু দেখে মর্মাহত। আমাদের এই বিক্ষোভ ফিলিস্তিনিদের জন্য একটি বার্তা— আপনারা একা নন।"
মিছিল শেষে প্রেসক্লাবের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠায় মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এছাড়া বাংলাদেশ সরকারকে ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক ও মানবিক পদক্ষেপ নেওয়ার দাবি তোলা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমীর মাও মোবারক হোসেন আকন্দ, সেক্রেটারি আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি জুনায়েদ হাসান, এইচ আরডি সম্পাদক রাফিউল হাসান বাপ্পি, কাজী সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক রোকন উদ্দিন, জেলা শিবিরের সভাপতি হাসান মাহমুদ, সেক্রেটারি জুলফিকার হায়দার রাফিসহ নেতৃবৃন্দ।