গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও জুলাই সনদের আইনি স্বীকৃতিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে হবে বলে দাবি করেছেন।

গতকাল শুক্রবার বিকেলে জামায়াতের উদ্যোগে রাজশাহীর গোদাগাড়ীতে এক সমাবেশে তিনি এই দাবি জানান। তিনি একটি বিক্ষোভ মিছিলেও নেতৃত্ব দেন। মিছিলটি গোদাগাড়ী মহিশালবাড়ী মোড় হতে ডাইংপাড়া বাজার হয়ে উপজেলা পরিষদ চত্বরে পৌঁছায়। এতে হাজার হাজার বিভিন্ন শ্রেণি-পেশার জনতার স্বতঃফুর্ত অংশগ্রহণ করেন। এখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমীর মাস্টার নুমায়ন আলী। গোদাগাড়ী পৌর আমীর আনোয়ারুল ইসলাম সভা সঞ্চালনা করেন। প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান। অতিথি ছিলেন, রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য ড. মো. ওবায়দুল্লাহ্, ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী জেলা পশ্চিম সভাপতি রেজওয়ানুল ইসলাম, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য শহীদুল্লাহ্সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথি বলেন, ২০০৮ সালের ১/১১ এর কুশীলবদের মাধ্যমে ক্ষমতায় বসে ফ্যাসিবাদি শক্তি। ২০১৪ সালের ভোটারবিহীন নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচন, ২০২৪ সালে একদলীয় ডামি নির্বাচনের পাশাপাশি বিচারব্যবস্থা, প্রশাসন, আইন-অঙ্গনসহ সরকারী সকল প্রতিষ্ঠান দলীয়করণে মেধাবীদের বাদ দিয়ে মেধাহীন আওয়ামী রাষ্ট্র গঠনের প্রচেষ্টা করা হয়। যা ছাত্ররা না মেনে প্রতিবাদ করে এবং তা গণবিপ্লবে রূপ নেয়। তিনি আরো বলেন, আগামীতে আর যেনো কোনো ফ্যাসিবাদ ও স্বৈরাচার না আসতে পারে এজন্য আগামীতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃত, চৌদ্দ দল নিষিদ্ধকরণ, জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, বিগত ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করাসহ ৫ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক বলেন, জুলাই-আগস্টের শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের চেতনা বুকে লালন করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আগামী দিনে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে হবে।

চট্টগ্রাম ব্যুরো : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জামায়াতের ঘোষিত পাঁচদফা দাবি মূলত ফ্যাসিবাদ চিরতরে নির্মূল করার একটি গণদাবিতে পরিণত হয়েছে। দেশের সকল শ্রেণীর জনগণ এতে পূর্ণ সমর্থন দিচ্ছে। তাই উৎসবমুখর নির্বাচন উপহার দেয়ার লক্ষ্যে পাঁচদফা দাবি অনুযায়ী জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। সংসদে পিআর পদ্ধতিতে নির্বাচন দেয়া। নির্বাচনের পূর্বে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। গণহত্যার সাথে সংশ্লিষ্ট সকলের বিচার সম্পন্ন করা। ফ্যাসিবাদের দোসর তথা সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা এখন জনতার দাবি। পাঁচদফা দাবি বাস্তবায়ন না করলে পুনরায় ফ্যাসিবাদের উত্থান হবে। তাই ফ্যাসিবাদ উত্থানের সকল পথ বন্ধ করে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

গতকাল শুক্রবার কেন্দ্র ঘোষিত পাঁচদফা দাবি আদায়ের লক্ষ্যে বাঁশখালী উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, চট্টগ্রাম-১৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, পৌরসভা আমীর অধ্যক্ষ মাওলানা আবু তাহের, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহসহ উপজেলা নেতৃবৃন্দ।

দিনাজপুর অফিস: জুলাই সনদের আইনী ভিত্তিসহ বাস্তবায়ন, লেবেল প্লেইং ফিল্ড প্রস্তুত ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুর শহর ও সদর শাখার উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। গতকাল শুক্রবার বিকালে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান। দিনাজপুর শহর জামায়াতের আমীর মাওলানা সিরাজুস সালেহীনের সভাপতিত্বে ও শহর সেক্রেটারি কামরুল হাসান রাসেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর-৩ (সদর) আসনের এমপি প্রার্থী এ্যাড. মাইনুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মজিবর রহমান, সদর উপজেলা জামায়াতের আমীর মেহেরাব আলী, শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা প্রমুখ।

এদিকে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দিনাজপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাদ জুমা দিনাজপুর ইন্সটিটিউট চত্বর থেকে মিছিল করে। এর আগে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন নেতা মুফতি খায়রুজ্জামান, মাওলানা সোহরাব হোসাইন, এ্যাড. চান মিয়াসহ নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন। বিকালে শহরের বাহাদুর বাজার জাগপা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। দিনাজপুর জেলা জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রূপমের নেতৃত্বে মিছিলে জাগপা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বগুড়া অফিস: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে স্থানীয় শহীদ খোকন পার্কে বগুড়া শহর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, কর্মপরিষদ সদস্য এ্যাড. রিয়াজ উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয়সহ সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, শহর জামায়াতের সহকারী সেক্রটারি অধ্যাপক রফিকুল আলম, শিবিরের বগুড়া শহর শাখার সাবেক সভাপতি এ্যাড. আলাউদ্দিন সোহেল, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আল- আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, শহর জামায়াতের অফিস সম্পাদক মাওঃ আব্দুল হামিদ বেগ, শহর শিবির সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, শহর জামায়াতের আইন সম্পাদক আইন সম্পাদক এ্যাড. শাহিন মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম তুহিন, মাওলানা মাওঃ আব্দুস সালাম যুক্তিবাদী, মাওলানা হেদাইতুল ইসলাম, এ্যাড. নূরুল ইসলাম আকন্দ, আব্দুল হাদী শফিক, এনামুল হক রানা, আল জাবের হক্কানী প্রমুখ।

নীলফামারী সংবাদদাতা : ৫ দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার আয়োজনে শুক্রবার সকাল ১০ টায় নীলফামারী ডিসি অফিস চত্বরে বিক্ষোভ মিছিল পূর্ব এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের আমীর মাওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তারের সভাপতিত্ব ও জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ডক্টর খায়রুল আনাম, নীলফামারী -২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও শহর আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম,জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, প্রভাষক ছাদের হোসেন, নীলফামারী সদর উপজেলা আমীর আবু হানিফা শাহ, সেক্রেটারি মাওলানা হামিদুল ইসলাম, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ, ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি মাজেদুল ইসলাম প্রমূখ। সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল নীলফামারী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এদিকে একই দাবিতে জলঢাকা,ডোমার,ডিমলা,কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।

কসবা (বিবাড়িয়া) : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি, বি-বাড়ীয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার বলেছেন,কসবা- আখাউড়ার যুব সমাজকে ধ্বংস করতে তাদের হাতে যারা মাদক তুলে দিয়েছে, এ জনপদকে যারা সন্ত্রাসের জনপদে পরিণত করেছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

গতকাল শুক্রবার সকাল ৯টায় কসবা উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতি এবং নায়েবে আমীর পীরজাদা শিবলী নোমানীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী, বক্তব্য রাখেন পৌরসভা জামায়াতের আমীর হারুন অর রশিদ, কসবা উপজেলা সেক্রেটারি গোলাম সারওয়ার, সহকারী সেক্রেটারি এস এম আজাদ মানিক, পৌরসভার সহকারী সেক্রেটারি নুর মাজিদুল হক,কসবা উপজেলা শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ প্রমুখ।

আতাউর রহমান সরকার বলেন, জুলাই সনদকে আইনগত মর্যাদা প্রদান,পিআর পদ্ধতি চালু হলে দেশে নির্বাচনের নামে প্রহসন বন্ধ হবে এবং এদেশের মানুষের অধিকার নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

বিক্ষোভ মিছিল কসবা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে শুরু হয়ে পুরাতন বাজার ও নতুন বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী ব্যাংকের সামনে সমাবেশে মিলিত হয়। প্রেসবিজ্ঞপ্তি।

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার কুমারখালী বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগ শুক্রবার বাদ আছর বিক্ষোভ মিছিলটি কুমারখালী ফাযিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশে মিলিত হয়। উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। উপজেলা নজামায়াতের সেক্রেটারী মামুনুর রশিদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনে জামায়াতের এমপি নমিনী আফজাল হোসাইন। আরো বক্তব্য রাখেন জেলা উলামা পরিষদের সভাপকত মাওলানা জুলফিকার আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মাৗলানা সামুদ্দিন আহমেদ, কামরুজ্জামান মিয়া, পৌর আমীর রবিউল ইসলাম প্রমুখ।

চৌগাছা, যশোর: যশোরের চৌগাছায় উপজেলা জামায়াতের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে এই মিছিল ও সমাবেশ করেছে দলটি।

এ উপলক্ষে শহরের প্রেসক্লাব মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাও.গোলাম মোরশেদ। উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামানের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও পাতিবিলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাাও.নুরুল ইসলাম, উপজেলা কর্মপরিষদের সদস্য হাকিমপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হাফেজ আমিন উদ্দীন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র পৌর মেয়র প্রার্থী মাষ্টার কামাল আহমেদ, সিংহঝুলি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রহিদুল ইসলাম খান, স্বরুপদাহ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাও. গিয়াস উদ্দীন, পৌর জামায়াতের আমীর মাও, আব্দুল খালেক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপদি ও নারায়নপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী তুহিনুর রহমান, সুকপুকুরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি ও ইউপির চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম, ধুলিয়ানি ইউনিয়ন জামায়াতের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী রোকনুজ্জামান, জগদীশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাও. আব্দুর রহমান প্রমুখ।

এদিকে একই দাবিতে বাংলাদেশ ইসলামী আন্দলোন ও খেলাফত মজলিস চৌগাছা উপজেলা শখার উদ্যোগে মিছিল ও সমাবেশ করেছে

সিংড়া (নাটোর) সংবাদদাতা: নাটোরের সিংড়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা এবং পৌর জামায়াতে ইসলামী। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ পরবর্তী একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্ এর সভাপতিত্বে বক্তব্য দেন নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার আফছার আলী, পৌর জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মাওলানা সাদরুল উলা, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এনতাজ আলী, পৌর সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল মন্নাফ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. সেলিম খান, আব্দুর রহিম প্রমুখ।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলা জামায়াতের উদ্যোগ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করেছে। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী দেশের সকল জেলা উপজেলায় জামায়াত বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন। বিকাল সাড়ে ৪টায় উপজেলা পশু হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাটমহল চত্বরে পথ সভার মাধ্যমে মিছিলটি শেষ হয়।

‎মিছিলে নেতৃত্ব দেন এবং ৫দফা দাবি তুলে ধরে পথ সভায় বক্তব্য রাখেন ‎উপজেলা জামায়াতের সেক্রেটারি আ ন ম আব্দুল্লাহ মোমতাজের সঞ্চলনায় ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বারের সভাপত্তিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা কর্মপরিষদ সদস্য এবং জেলা রাজনৈতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক আজিজুল হক (কাজল), জেলা তালিমুল কোরআনে সেক্রেটারি মাওলানা অধ্যক্ষ আবুল কাশেম ‎এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া জামায়াতে সহকারী সেক্রেটারি ও মিডিয়া বিভাগ সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা বুরহান উদ্দিন, ডাঃ সোহরাব উদ্দিন, বায়তুল মাল সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, চন্ডিপাশা ইউনিয়ন সভাপতি নুরুল্লাহ আনসারী, কর্মপরিষদ সদস্য মাওলানা মুখলেছু উদ্দিন আকন্দ, পৌর আমীর মাওলানা নাজমুল হক, শিক্ষানবিশ আইনজীবী জাহাঙ্গীর আলম, মাওলানা , মজলিসে শূরা মাওলানা মো নুরুল ইসলাম , মাওলানা আব্দুল হালিম, মাওলানা মিনহাজ উদ্দিন, পৌর সেক্রেটারি মোজাহিদ ইসলাম প্রমুখ।

সিরাজগঞ্জ সংবাদদাতা: আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতি ছাড়া অনুষ্ঠিত করতে দেওয়া হবে না। দেশের আপামর জনগণের দাবির মুখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ দফা ঘোষনা করেছে। ৫দফা পুরন না হওয়া পর্যন্ত দেশে কোন নির্বাচন জনগণ মেনে নিবে না। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরন ও আওয়ামী সহ তাদেরদোসর ১৪দল নির্বাচনের আগে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। এই দাবিগুলো পুরন না হলে আগামী জাতীয় নির্বাচন জনগণ অংশ গ্রহণ করবে না।

গতকাল বিকেলে সিরাজগঞ্জ মুক্তির সোপান থেকে মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক সড়ক প্রদক্ষিন শেষে মুক্তির শেষ হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ সিরাজগঞ্জ শহর শাখার আমীর অধ্যাপক আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম। আরো বক্তব্য রাখেন সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ সিরাজগঞ্জ শহর শাখার সেক্রেটারি মাও: মোস্তফা মাহমুদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাও: শহীদুল ইসলাম প্রমুখ। বিক্ষোভ মিছিলে জামায়াতের হাজার হাজার নেতা কর্মী অংশগ্রহন করে।

ফুলবাড়ী কুড়িগ্রাম : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুড়িগ্রামেও পিআরসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে ফুলবাড়ী কাছারী মাঠ থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়ী তিনকোনা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে পিআর ও জুলাই সনদসহ ৫ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, ফুলবাড়ী উপজেলা আমীর মাওলানা আব্দুল মালেক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের বিএসসি, শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা সভাপতি মাওলানা সেকেন্দার আলী প্রমুখ।

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকাল হাটহাজারী ডাকবাংলো চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সাইফুদ্দিন চৌধুরী ও মো. মিজানুর রহমান উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মো. এমরান হোসেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি এসএম রাশেদ উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল আজিজ খান শহর শিবির সভাপতি মো. রিয়াদুল ইসলাম বিশিষ্ট ক্রীড়া সংগঠক আসলাম মোরশেদ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি ডাকবাংলো চত্বর থেকে শুরু হয়ে হাটহাজারী মাদরাসা হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক, বাসস্ট্যান্ড, চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক হয়ে হাটহাজারী বাজার কাচারী সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

জয়পুরহাট সংবাদদাতা: ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা ও শহর জামায়াতের উদ্যোগে শুক্রবার বিকেলে শহীদ ডা: আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাও: সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ।

শহর জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন ও এ্যাড. মামুনুর রশীদ, শহর নায়েবে আমীর মাও: আব্দুর রহিম, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও: জয়নাল আবেদীন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, রাজনৈতিক সেক্রেটারি এ্যাড. আব্দুল মোমিন ফকির, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি তারেক হোসেন, সদর অফিস সেক্রেটারি আব্দুল ওহাব প্রমুখ।

এদিকে পাঁচবিবি উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলা আমীর সুজাউল করিমের সভাপতিতে প্রধান অতিথি’র বক্তব্য জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ। উপজেলা সেক্রেটারি মুক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন জেলা জামায়াত নেতা সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আক্কেলপুর উপজেলা জামায়াতের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আক্কেলপুর হাসপাতাল গেটে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপজেলা আমীর মাওলানা শফিউল হাসান দিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম রশেদুল আলম সবুজ এবং পৌর আমীর জাকারিয়া হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান, বায়তুলমাল সেক্রেটারি হাবিবুর রহমান, অফিস সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, পৌর সেক্রেটারি রিপন হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা। কালাই উপজেলা আমীর মাও: মুনছুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাড. মামুনুর রশীদ, তারবিয়াত সেক্রেটারি মাহমুদুল হাসান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর তাইফুল ইসলাম ফিতা, আব্দুর রউফ, মোজাফফর হোসেন । ক্ষেতলাল উপজেলা আমীর মাও: রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম রশেদুল আলম সবুজ।

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলারোয়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় কলারোয়া ফুটবল মাঠে পিয়ার পদ্ধতিতে নিবাচনসহ ৫ দফা দাবিতে উপজেলা জামায়াতের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা -কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনি,ইউনিট সদস্য মাওলানা ওমর আলী,কলারোয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, নায়েবে আমীর মাওলানা মোঃ আব্দুল হামিদ, পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, কলারোয়া আলিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আম্মাদ আলী, কলারোয়া জামায়াতের ইউনিট সদস্য একেএম কোরবান আলী, অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু ও যুব বিভাগের সভাপতি মোঃ শামসুল আলম বুললবুল প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ শেষে কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান এর নেতৃত্বে একটি মিছিল কলারোয়া উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জামালপুর সংবাদদাতা : কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল শুক্রবার জামালপুর জেলার সকল উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর শহর ও সদর উপজেলা: জামালপুর শহর শাখার আমীর আল ইমরান এর সভাপতিত্বে ও শহর সেক্রেটারি নাজমুল হক মাসুদ ও সদর সেক্রেটারি রেজাউল করিম নোমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আমীর ও জামালপুর সদর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার, বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার আমীর মাওলানা শরিফুল ইসলাম, শহর শাখার সহকারী সেক্রেটারি মাওলানা ফরহাদ রেজা, শহর শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আনোয়ারুল হক জামালী, শহরের ৪ নং ওয়ার্ড সেক্রেটারি খন্দকার ওয়াজিউল্লাহর, শ্রীপুর ইউনিয়ন আমীর হাফিজ মাওলানা মাহমুদ হোসাইন নেতৃবৃন্দ।

বকশিগঞ্জ উপজেলা: বকশীগঞ্জ উপজেলা আমীর মোঃ শফিকুল্লাহ বিএসসির সভাপতি কে ও সেক্রেটারি আদিল ইবনে আউয়াল এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এডভোকেট নাজমুল হক সাঈদী। বিক্ষোভ মিছিলটি সকাল ১০.০০ টায় বকশীগঞ্জ মডেল মসজিদ থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা চৌরাস্তায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ইসলামপুর উপজেলা: ইসলামপুর উপজেলার আমীর মাওলানা রাশেদুজ্জামান এর সভাপতিত্বে ও সেক্রেটারি আবু মুসার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ইসলামপুর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডঃ ছামিউল হক ফারুকী। বিক্ষোভ মিছিলটি বিকাল ৫.০০ টায় ইসলামপুর অডিটোরিয়াম থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মেলান্দহ উপজেলা: মেলান্দহ উপজেলা আমীর মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ আলী ফরাজির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ -মাদারগঞ্জ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা মজিবুর রহমান আজাদী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলাকর্ম পরিষদ সদস্য রাশিদুজ্জামান, জামায়াত মনোনীত মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ জিয়াউল কবির। বিক্ষোভ মিছিলটি বিকাল ৪.৩০ মিনিটে মেলান্দহ উপজেলা অডিটোরিয়াম থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মাদারগঞ্জ উপজেলা: মাদারগঞ্জ উপজেলা আমীর মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ফরহাদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট আছিমুল ইসলাম। বিক্ষোভ মিছিলটি বিকাল ৪:৪৫ মিনিটে মাদারগঞ্জ মডেল মসজিদ থেকে শুরু হয়ে বাজারে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

টেকনাফ সংবাদদাতা : কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা জামায়াতের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে নেতাকর্মীরা ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর ও উখিয়া -টেকনাফ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

এতে টেকনাফ উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি সরোয়ার কামাল সিকদার টেকনাফ উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি, মাওলানা গিয়াস উদ্দীন নিজামী বাহারছড়া ইউনিয়ন সভাপতি মাওলানা মুহাম্মদ ইসলাম পৌরসভাপতিঃমোহাম্মদ রবিউল আলম পৌর জামায়াতের সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল, উপজেলা জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক মোহাম্মদ হোছাইন, সাবরাং ইউনিয়ন সভাপতিঃশাহ মুহাম্মদ জুবায়ের, উপজলা মানব সমপদ উন্নয়ন সমপাদকঃমাওলানা মোস্তাক আহমদ, সদর ইউনিয়ন সভাপতিঃমাওলানা নাছির উদ্দিন ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ সংবাদদাতা : জুলাই সনদের আইনী ভিত্তি ও পিআর পদ্ধতিতে আগামী নির্বাচনসহ ৫ দাফ দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে জেলা জামায়াত।

শুক্রবার সকাল ১১টায় শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিলের পূর্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও হবিগঞ্জ -৩ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ। সমাবেশে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি মো. নজরুল ইসলাম, আব্দুর রউফ বাহার, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ডাঃ শামসুর রহমান, সাবেক চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি লায়েক আহমদ ও হবিগঞ্জ পৌর জামায়াতের আমীর আতিকুল ইসলাম সোহাগসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পুরো শহরে প্রদক্ষিণ করে চৌধুরী বাজারে গিয়ে শেষ হয়।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা : জুলাই সনদে জাতীয় নির্বাচনসহ ৫দফা দাবি আদায়ে শুক্রবার বিকাল ৫টায় সীতাকুণ্ড উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল পৌরসদরে অনুষ্ঠিত হয়েছে।

মিছিল শেষে কলেজ রোডে এক সভায় প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবদুল জব্বার ।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন সীতাকুণ্ড আসন থেকে জামায়াত মনোনীত এমপি প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী। উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ তাহের এর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াত নেতা জসিম উদ্দীন, এডভোকেট হোসাইন মোহাম্মদ আশরাফ উদ্দীন, কুতুবউদ্দিন শিবলী, পৌর আমীর হাফেজ আলী আকবর প্রমুখ।