ঢাকা- ১৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন বলেছেন, মানবিক রাষ্ট্র বিনির্মাণ এবং একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আজ এদেশের মানুষের হৃদয়ের গভীর আকাক্সক্ষা, স্বপ্ন ও দাবি হয়ে দাঁড়িয়েছে। বিগত সরকারের দীর্ঘদিনের ভোগান্তি, হতাশা ও অনিশ্চয়তার প্রেক্ষাপটে মানুষ এখন এমন একটি রাষ্ট্র চায় যেখানে প্রতিটি নাগরিকের মর্যাদা থাকবে, ন্যায়বিচার নিশ্চিত হবে এবং দুর্নীতির অন্ধকারকে পেছনে ফেলে উদ্ভাসিত হবে একটি আলোকিত ভবিষ্যৎ।
গতকাল সোমবার রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প (এন.এল.জে হাই স্কুল) মোহাম্মদপুর পূর্ব থানা জামায়াতের আয়োজনে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিশ্বাসযোগ্য নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয় এটি জাতির আত্মমর্যাদা, গণতান্ত্রিক চেতনা এবং নতুন প্রজন্মের প্রতি দায়বদ্ধতার প্রতীক। মানুষ এখন এমন নেতৃত্ব চায় যারা শাসক নয়, সত্যিকার অর্থে সেবক হয়ে দেশকে এগিয়ে নেবে; যারা মানুষের কণ্ঠস্বরকে শ্রদ্ধা করবে এবং সুন্দর আগামী নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। গ্রামের মাটির পথে কিংবা শহরের ব্যস্ত মোড়ে, সবার আলোচনায় এখন একই কথা ‘একটি মানবিক রাষ্ট্র ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে আমাদের ভাগ্য পরিবর্তন করতে। জাতির এই আশা যদি বাস্তবে রূপ পায় তবে বাংলাদেশ এগিয়ে যাবে ন্যায়, সত্য ও মানবতার পথে এক নতুন সম্ভাবনার দিগন্তে।
জেনেভা ক্যাম্পে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এলাকার বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে কিছু দাবি উত্থাপন করেন, যার মধ্যে অন্যতম ও উল্লেখযোগ্য দাবি হলো পুনর্বাসন, মৌলিক পরিসেবা নিশ্চিতকরণ, শিক্ষা সহায়তা ও কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য সেবা ও নিরাপত্তা নিশ্চিতকরন।
মোবারক হোসাইন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের দাবি ও প্রশ্নের উত্তরে বলেন, জামায়াতে ইসলামী যদি একটি মানবিক রাষ্ট্র গঠনের সুযোগ পায় তাহলে আপনাদের উত্থাপিত দাবি সহ সকল সমস্যার সমাধানে আমি সর্বাত্মক ভূমিকা রাখবো। আমরা এমন একটি দেশ উপহার দিতে চাই, যেখানে থাকবে না দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাস। আমরা কিশোর গ্যাং মুক্ত একটি মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে সর্বাত্মক ভূমিকা রাখবো।
মহানগরী মজলিসের শূরা সদস্য ও মোহাম্মদপুর পূর্ব থানার আমীর মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে ও ৩২ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের নির্বাচনী পরিচালক ড. মুহাম্মদ শফিউর রহমান, অ্যাডভোকেট আজহার মুন্সী, মোহাম্মদ আখতারুজ্জামান (অফিস সেক্রেটারি, এস.পি, জি আর সি), মোহাম্মদ জাবেদ (ক্রীড়া সম্পাদক, এসপি জি আর সি) মোহাম্মদ আব্দুল হাদী, সালাউদ্দিনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি