সোনাতলা (বগুড়া) সংবাদদাতা : বাংলাদেশ জামায়তে ইসলামীর কেন্দ্রীয় নিবার্হী সদস্য ও বগুড়া-১আসনের জামায়াত মনোনীত নমীনী অধ্যক্ষ শাহাবুদ্দীন বলেছেন,ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এদেশে ফ্যাসিবাদের পতন হলেও নব্য ফ্যাসিবাদের আবার জম্ম হয়েছে। জামায়াতে ইসলামীর সারাদেশে জনসমর্থন দেখে ঈর্ষান্বিত।অধ্যক্ষ শাহাবুদ্দীন আরও বলেন,আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর গণজোয়ার কেউ দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার আদায়ের জন্য জামায়াতে ইসলামী এদেশের মানুষকে সাথে নিয়ে দীর্ঘ সাড়ে ১৫বছর আন্দোলন সংগ্রাম চালিয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকুল্লা ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল শুক্রবার বিকাল চারটায় স্থানীয় উত্তর করমজা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথা বলেন।ইউনিয়ন জামায়াতের সভাপতি ব্যাংকার আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াত নেতা মাওলানা গিয়াসউদ্দিনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল করিম, নায়েবে আমীর ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম,বগুড়া ইললামী হাসপাতালের পরিচালক ও বগুড়া শহর জামায়াতের সাবেক সেক্রেটারি এবিএম মাজেদুর রহমান জুয়েল,উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম, বগুড়া শহর জামায়াতের নেতা ইন্জিনিয়ার আব্দুল হাকিম,মধুপুর ইউনিয়ন জামায়াতের আমীর ডা: শাহআলম, দিগদাইড় ইউনিয়ন আমীর মাওলানা মহিদুল ইসলাম,জামায়াত নেতা সোহেল রানা প্রমুখ।

অধ্যক্ষ শাহাবুদ্দীন আরও বলেন, পিআর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচনের দাবি এসময়ের। এদাবি অবশ্যই মেনে নিতে নির্বাচনের আয়োজন করতে হবে।আগামী নির্বাচনে জামায়াত ইসলামী বিজয় অর্জন করতে পারলে এদেশের মানুষ ভাগ্যর উন্নয়ন ঘটবে।তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে জামায়াতের ইসলামীর মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তিনি আহবান জানান।