বগুড়ায় একজন প্রতারককে জামায়াত কর্মী সাজিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিযোগিতা শুরু করেছে একটি চিহ্নিত দৈনিক পত্রিকা ও একটি রাজনৈতিক দলের অনলাইন অ্যাক্টিভিস্টরা। বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে ইসলামপুর হারিগাড়ী উত্তরপাড়ার বাসিন্দা মোকছেদ আলী (৪৭) হিন্দু ধর্মাবলম্বীদের নারীদের নিকট থেকে অর্থ আদায় করে। পরবর্তীতে গুজব ছড়ানো হয় “দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কথা বলে হিন্দুদের নিকট থেকে টাকা আদায় করা হচ্ছে”। খবর পেয়ে স্থানীয় জামায়াতের একজন দায়িত্বশীল সেখানে গিয়ে প্রতারককে ধরে তার নিকট থেকে টাকা নিয়ে ভুক্তভোগী মহিলাদের হাতে পৌঁছে দেন। পরবর্তীতে পুলিশ এসে ওই প্রতারককে আটক করে নিয়ে যায়। এই ঘটনাকে পুঁজি করে স্থানীয় বিএনপি এবং বিএনপিপন্থী কতিপয় সাংবাদিক জামায়াত বিরোধী সংবাদ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেন। জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার পক্ষ থেকে রোববার রাতেই বিজ্ঞপ্তির মাধ্যমে মিথ্যাচারের প্রতিবাদ জানানো হয়েছে। বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক বলেন, “বগুড়ায় হিন্দু পল্লীতে দাঁড়িপাল্লায় ভোটের ওয়াদা এবং বয়স্ক ভাতা’র কার্ড করার নামে চাঁদাবাজির কারনে জামায়াত কর্মী আটক শীর্ষক খবরের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকৃত অর্থে আমরা খোঁজ নিয়ে জেনেছি উক্ত ঘটনার সাথে জড়িত ধৃত মোকছেদ আলী জামায়াতের কোন পর্যায়ের কর্মী নয়। খোঁজ নিয়ে আরও জানা গেছে সে একজন প্রতারক ও টাউট প্রকৃতির লোক, জামায়াতের সাথে তার কোন প্রকার দূরতম সম্পর্ক নাই। আমরা এই প্রকাশিত খবরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং ধৃত ব্যাক্তির বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি। সেই সাথে সংশ্লিষ্ট সাংবাদিককে সাংবাদিকতার নীতিমালার আলোকে আরও দায়িত্বশীলতার সাথে সংবাদ পরিবেশনের জন্য অনুরোধ করছি।” জামায়াতের পক্ষ থেকে পুরো বিষয়টি পরিস্কার করার পরেও স্থানীয় বিএনপি সমর্থক সাংবাদিকরা বিরামহীনভাবে মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৬ (সদর) আসনের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি হয়েছে। দীর্ঘ দিন নিজেদের দুর্ভেদ্য ঘাটি দাবি করা বিএনপির জন্য এবার শক্ত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জামায়াত। ফলে মিথ্যা নাটক সাজিয়ে জামায়াতের গণজোয়ার ঠেকানোর চেষ্টা করা হচ্ছে বলে জামায়াতের কর্মী-সমর্থকরা মন্তব্য করেছেন।