বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর বাউফলে কালিশুরি হাই স্কুল মাঠে আয়োজিত গণসমাবেশ স্থগিত ঘোষণা করে ব্যানার–বিলবোর্ডসহ নির্বাচনী প্রচারের সব ধরনের সামগ্রী অপসারণের কাজ শুরু করেছেন মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা বারোটায় তিনি সমাবেশ স্থগিতের ঘোষণা দেন এবং সঙ্গে সঙ্গে প্রচার সামগ্রী খুলে নেওয়ার কার্যক্রম শুরু করেন।
ড. মাসুদ বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আমাদের সবার সহযোগিতা প্রয়োজন। কেন্দ্রীয় নির্দেশনা, প্রচলিত আইন এবং নির্বাচন কমিশনের প্রতি সম্মান রেখে আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে।” তিনি আরও জানান, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি মাঠপর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ করে বলেন, “তৃণমূলের যারা আমাদের প্রতি ভালোবাসা রেখে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড লাগিয়েছেন, তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সব অপসারণ করে প্রশাসনকে সহযোগিতা করবেন।”
ড. শফিকুল ইসলাম মাসুদ আশা প্রকাশ করেন যে, সম্প্রীতি, সৌজন্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে আগামীর ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। তিনি নির্বাচনী প্রক্রিয়া নির্বিঘ্ন করতে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়া, উপজেলা নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান, কারীশরী ইউনিয়ন আমির অধ্যাপক নজরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম নুর, উপজেলা সভাপতি মো. লিমন হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।