গত বুধবার ৩/১৪ ব্লক জি, লালমাটিয়া, মোহাম্মদপুরস্থ আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা, এতিমখানা ও জৈনপুরী দরবার শরীফ কমপ্লেক্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন (আমীর ঢাকা মহানগরী উত্তর), বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ এ বি এম শামসুদ্দীন বশর, মোবারক হোসাইন, আলহাজ্ব শেখ জহীর আহমেদ, মাসুদুর রহমান এমজি ওয়েল কোং, জিয়াউল হাসান, আলহাজ্ব হাফেজ ওবায়দুল হক প্রমুখ।

পীরজাদা সৈয়দ সিরাজ উদ দৌলা ও পীরজাদা এস এম জিল্লুর রহমান আজাদ সাহেবানের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতির ভাষণে আমীরে সত্যের ডাক আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব বলেন, “ আছছাওমু জুন্নাতুন “ অর্থাৎ রোজা ঢাল স্বরূপ “ প্রিয় নবীজি (সাঃ) রোজাকে এই জন্য ঢাল স্বরূপ বলেছেন যে, ঢাল হাতে থাকলে যেমন শত্রুর আক্রমণ থেকে রক্ষা পওয়া যায় তেমনিভাবে রোজাদার ব্যক্তিগণ শয়তানের আক্রমণ থেকে রক্ষা পায় এবং যাবতীয় পাপের কাজ থেকে বেঁচে থাকে ফলে রোজার উছিলায় তাকওয়া অর্জন হয়। আরও মূল্যবান বক্তব্য পেশ করেন প্রধান অতিথি মোঃ সেলিম উদ্দিন, তিনি বলেন, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে নর-নারী উভয়কে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে, তন্মধ্যে পুরুষদের ইসলামী তথা কুরআনের শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নাই কিন্তু মহিলাদের জন্য কুরআনী শিক্ষার কাম্য সুব্যবস্থা নেই। জৈনপুরী পীর সাহেব কেবলা নারীদের জন্য দ্বীনি শিক্ষার সর্বোচ্চ কামিল এম এ মাদ্রাসা প্রতিষ্ঠা করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। শত বাধা বিপত্তি সত্ত্বেও তিনি সফলতার সাথে এই মহান প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন তাই তিনাকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি আপনাদের সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করি। আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ এ বি এম শামসুদ্দিন বশর, জিয়াউল হাসান সাহেব। তারা মহিলা প্রিন্সিপাল দ্বারা পরিচালিত এটা বাংলাদেশের একমাত্র মহিলা কামিল মাদ্রাসা বিধায় তার উন্নয়ন ও সফলতা এবং সকল শিক্ষার্থীকে ফ্রি অন্ন, বস্ত্র, বাসস্থান দিয়ে এই মহান সেবায় নিয়োজিত থাকার জন্য প্রতিষ্ঠাতা জৈনপুরী পীর সাহেবের ত্যাগ ও অতুলনীয় দ্বীনি ও মানব সেবার জন্য ভূয়সী প্রশংসা করেন। উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সহ অধ্যাপক মাওলানা তোজাম্মেল হক ও মাওলানা জাহিদুল ইসলাম পিরোজপুরী এবং খলিফায়ে জৈনপুরী মাওলানা মোঃ মাঈনুদ্দীন, পীরজাদা সৈয়দ মেশকাতুর রহমান ও সৈয়দ হোমাইয়াদ মাবরুক জৈনপুরীসহ বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেসবিজ্ঞপ্তি।