রাজনীতি
দেশের মানুষ জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় ----- মোবারক হোসাইন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেছেন, দেশের জনগণ আগামীতে জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। এজন্য তারা আমাদের সহ্য করতে পারেন না। তাদের নাম বলছি না। তারা এখন চাঁদাবাজি টেন্ডারবাজিতে ব্যস্ত।
Printed Edition

চৌগাছা (যশোর) জেলা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেছেন, দেশের জনগণ আগামীতে জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। এজন্য তারা আমাদের সহ্য করতে পারেন না। তাদের নাম বলছি না। তারা এখন চাঁদাবাজি টেন্ডারবাজিতে ব্যস্ত।
যশোরের চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল ও দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় উপজেলা জামায়াতের আয়োজনে চৌগাছা কামিল মাদরাসা মাঠে এই ইফতার মাহফিল ও দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোবারক হোসাইন বলেন, ২৪এর স্বাধীনতার পর ১৮ কোটি মানুষের রাহবার আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান আমাদের তিনটি নির্দেশ দিয়েছিলেন। প্রথমেই এই আন্দোলনে শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে ২ লক্ষ টাকা করে আমরা পৌঁছে দিয়েছি। আমরা ৯৭৩ জন শহীদের লিস্ট করেছি। ১০ খন্ডে শহীদদের নিয়ে বই তৈরি করেছি। যেন এই শহীদরা হারিয়ে না যায়। আহতদের প্রত্যেকের বাড়িতে গিয়েছি। আমীরে জামায়াত আহত পরিবারের সকলকে প্রতিশ্রুতি দিয়েছেন ‘সকল আহতের চিকিৎসার দায়িত্ব আমরা নিয়েছি। আন্দোলন পরবর্তী বন্যা পীড়িত প্রত্যেকের বাড়িতে পৌঁছেছি। এজন্য তারা আমাদের সহ্য করতে পারে না। আমি তাদের নাম বলছি না। তারা এখন চাঁদাবাজি টেন্ডারবাজিতে ব্যস্ত। চৌগাছা-ঝিকরগাছা আসনে জামায়াতের প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদকে আগামী নির্বাচনে জয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডা. ফরিদ ঢাকা মেডিকেল কলেজে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। তিনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করে আমীরে জামায়াতের আহ্বানে দেশে এসেছেন। তাকে সংসদে পাঠানোকে যুদ্ধ হিসেবে নেবেন। এই নির্বাচনে বিজয়ী করাকে বদর, ওহুদ খন্দকের যুদ্ধের মতো নেবেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, আমি ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে আপনাদের মাঝে এসেছি। নির্বাচনে জয়ী হই বা না হই আপনাদের সাথে আছি। আমি বর্তমানে আদ দ্বীনের সাথে আছি। আদ দ্বীনকে ব্রিটিশ মানের হাসপাতাল করে এ অঞ্চল তথা দেশের সেবা করতে চাই। তিনি বলেন, এরই মধ্যে আদ দ্বীনের উদ্যোগে আমরা ফ্রি এয়ার এম্বুলেন্স সেবা চালু করেছি। আমার মত ব্রিটিশ প্রবাসী অনেকেই দেশে এসে চিকিৎসা সেবায় অবদান রাখতে চায়। আমরা তাদের সেই সুযোগ করে দিতে আদ দ্বীনকে এমন চিকিৎসা প্রতিষ্ঠানে পরিণত করতে চাই যেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ, এমনকি ভারত থেকেও চিকিৎসা নিতে মানুষ যশোরে আসে। তিনি বলেন, আমি শিশু হৃদরোগ বিশেষজ্ঞ, ইনটেনসিভ কেয়ার বিশেষজ্ঞ। আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েই ভারতের চিকিৎসকরা চিকিৎসা দিয়ে থাকেন। তিনি বলেন, আপনাদের জন্য আমার দুয়ার সবসময় খোলা। আপনারা খোলামনে আমার ভুল ধরিয়ে দেবেন। আমাকে সবসময় আপনাদের পাশে পাবেন।
চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল, যশোর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম। বক্তব্য রাখেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান, ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান যশোর জেলা জামায়াত নেতা অধ্যাপক জয়নাল আবেদীন, যশোর জেলা জামায়াতের দপ্তর সম্পাদক নূর ই আলম মামুন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম, চৌগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নূরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন, ইসলামী আন্দোলন চৌগাছা উপজেলার সভাপতি মাওলানা আনিছুর রহমান, সেক্রেটারি মুফতি শিহাব উদ্দীন চৌগাছা উপজেলা জামায়াতের সাবেক আমীর ও হাকিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান হাফেজ আমিন উদ্দীন, সাবেক সেক্রেটারি ও পাশাপোল ইউপির সাবেক চেয়ারম্যন মাওলানা আব্দুল কাদের, উপজেলা জামায়াত নেতা ও স্বরূপদাহ ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আব্দুল লতীফ, চৌগাছার সর্বজন শ্রদ্ধেয় খতিব মাওলানা আলী আকবর প্রমুখ।
অনুষ্ঠানে জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।