বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের বিরাজমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের লেবেল প্লেইং ফিল্ড নেই, সরকারকেই সেই লেবেল প্লেইং ফিল্ড এবং পিআর পদ্ধতির মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন দিলে নির্বাচনের গ্রহণ যোগ্যতা হারানোর সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে দলীয় সরকারের অধীনে কোনো স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন দেয়ারও জোর দাবি জানান। তিনি আরও বলেন, আগে স্থানীয় নির্বাচন হওয়াটা গণতন্ত্র ও জনগণের দাবি ছিলো। গতকাল শুক্রবার টঙ্গী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে আয়োজিত গাজীপুর মহানগর রুকন সম্মলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহাঃ জামাল উদদীনের সভাপতিত্বে ও গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুকের সঞ্চালনায় উক্ত রুকন সম্মেলনে প্রধান অতিথি আরও বলেন, বর্তমান সরকারের ভেতরে এমন কিছু চিহ্নিত ফ্যাসিবাদের দোসর রয়েছে, যারা সরকারের ঘাড়ে বসে আরেকটি দলের এজেন্ডা বাস্তবায়নে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা পোশাক বদলালেও চরিত্র বদলায়নি। গণতন্ত্র হত্যা, ভোট ডাকাতি, গুম-খুন ও দুর্নীতির সঙ্গে জড়িত এসব দুর্বৃত্তদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনারও জোর দাবি জানান তিনি। তিনি আরও বলেন, বিগত তিনটি ভুয়া নির্বাচন পরিচালনায় জড়িত মাঠ প্রশাসনের সব ব্যক্তিকে বিচারের মুখোমুখি করতে হবে। দেশের অর্থনীতি যারা নাজুক করে দিয়েছে, লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের গ্রেফতার করে টাকা ফেরত আনতে হবে। জনগণের স্বপ্ন ও ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, আজ অনেক সরকারি অফিস আদালত একদলীয় অফিসে রূপান্তরিত করার ষড়যন্ত্র করা হচ্ছে। ছাত্র জনতা দেশের জন্য রক্ত দিয়েছেন, চোখ দিয়েছেন, জীবন দিয়েছেন ভোটাধিকারের জন্য, ইনসাফের জন্য। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকারি অফিসকে পার্টি অফিসে পরিণত করতে দেয়া হবে না। রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জামায়াতের নির্বাচন কমিশনার মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। রুকন সম্মেলনে দারস পেশ করেন বিশিষ্ট ইসলামি স্কলার মাওলানা ড. খলিলুর রহমান মাদানী। উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ খায়রুল হাসান, কেন্দ্রীয় শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি ও গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ হোসেন আলী, কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসাইন, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, গাজীপুর মহানগর জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য, গাজীপুর সদর মেট্রো থানা আমীর ও গাজীপুর-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী, গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আজহারুল ইসলাম, অফিস সম্পাদক মোঃ আবু সিনা নুরুল ইসলাম মামুন, গাজীপুর মহানগর জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য ও টঙ্গী পূর্ব থানা আমীর মোঃ নজরুল ইসলামসহ মহানগর জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ, সকল থানা আমীরগণ, থানা শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ, বিভাগীয় সভাপতিগন, বিভাগীয় টিম সদস্যবৃন্দ। রুকন সম্মেলনে গাজীপুর মহানগরীর প্রায় দুই হাজার চারশত পুরুষ ও নারী রুকন অংশগ্রহণ করেছেন। উল্লেখ উক্ত রুকন সম্মেলনে উপস্থিত পুরুষ ও নারী রুকনগন স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনের মাধ্যমে আগামী ২০২৬-২০২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীরে জামায়াত নির্বাচনে পরোক্ষ ব্যালট পেপারের মাধ্যমে ভোট প্রদান করেছেন। উক্ত নির্বাচন পরিচালনা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন কমিশনার মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। এছাড়া নবগঠিত গাজীপুর-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক শিবির নেতা তুরস্ক প্রবাসী ডঃ মুহাম্মদ হাফিজুর রহমানকে পরিচয় করে দেন প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রুকন সম্মেলন শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ঢাকা-মোমেনশাহী মহাসড়কের এশিয়া পাম্প থেকে শুরু হয়ে, বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়।
রাজনীতি
গাজীপুর মহানগর জামায়াতের রুকন সম্মেলন
সুষ্ঠু নির্বাচনের লেবেল প্লেইং ফিল্ড ও পিআর পদ্ধতির আয়োজন সরকারকেই নিশ্চিত করতে হবে ---------অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের বিরাজমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের লেবেল প্লেইং ফিল্ড নেই, সরকারকেই সেই লেবেল প্লেইং ফিল্ড এবং পিআর পদ্ধতির মাধ্যমে একটি অবাধ