জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল ১৫টি পদের মধ্যে ১৪টি পদেই বিজয়ী হয়েছে।
২৬ ফেব্রুয়ারি বুধবার জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে রাত ১টা ৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ আব্দুল বারী ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম নবী সভাপতি ও এডভোকেট রিশাদ রেজওয়ান বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সহ-সভাপতি পদে এডভোকেট আব্দুল আওয়াল, জামিল হাসান তাপস, অডিটর পদে শফিকুল ইসলাম রাজু ও ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে নজরুল ইসলাম মহন জয় পেয়েছেন।
সদস্য পদে জয়ী হয়েছেন- শাহজাদা মিয়া সুমন, আল আমিন, আনোয়ার হোসেন, মাহমুদা আক্তার স্বপ্না, আছিমুল ইসলাম ও হাসান মামুন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন তিনজন সহ-সম্পাদক পদে এডভোকেট মোবারক হোসেন এডভোকেট আব্দুল্লাহ আল মতি, পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক শামীমা তাসনিম সাথী।
নবনির্বাচিত সভাপতি এডভোকেট গোলাম নবী বলেন, আমরা জামালপুরের সকল আইনজীবী প্রতিনিধি সকল ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে, আইনজীবীদের কল্যাণে কাজ করব।
ল'ইয়াস ক্লাবের সহ-সভাপতি এডভোকেট নাজমুল হক সাঈদীর দোয়া পরিচালনার পর মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তার, জেলার সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, জেলা শ্রমিক কল্যাণের সভাপতি এডভোকেট আছিমুল ইসলাম, জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।