সোহরাওয়ার্দী উদ্যান পরিষ্কার করা আমাদের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোঃ নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ১৯ জুলাই জাতীয় সমাবেশ সম্পন্ন হওয়ার সাথে সাথেই আমিরে জামায়াতের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানটি পরিষ্কার করার জন্য নির্দেশনা দেয়া হয়। তারই অংশ হিসেবে ঐদিনই মাঠটি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করে জামায়াতে ইসলামীর সেচ্ছাসেবকরা। রোববার এবং সোমবারও পরিচ্ছন্নতার এ কার্যক্রম অব্যাহত থাকে।
আজ (সোমবার) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সোহরাওয়ার্দী উদ্যানটি ঢাকা শহরের মধ্যে মানুষের শ্বাস নেয়ার একটি বড় কেন্দ্র। এখানে প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একটু প্রশান্তির জন্য আসেন। সুতরাং এ মাঠের পরিবেশ সুন্দর রাখা আমাদের দায়িত্ব। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে এই উদ্যানটি রক্ষায় এবং এর সৌন্দর্য বর্ধনে উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, ঢাকা মহানগরী দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুস সালাম, মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান প্রমুখ।