বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখার উদ্যোগে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি প্রতিবাদে ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে যশোর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮শে ফেব্রুয়ারি) বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।

শহর জামায়াতের আমীর অধ্যাপক শামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রসুল। অন্যন্যের মধ্যে আরো বক্তব্য দেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারি সেক্রেটারি বেলাল হোসাইন, অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপ মনিরুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা, সদর উপজেলা আমীর অধ্যাপক আশরাফ আলী, শহর নায়েবে আমীর মাওলানা ইসমাইল হোসাইন ও এডভোকেট আব্দুর রহমান, সদর উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক। সমাবেশ পরিচালনা করেন শহর শাখা সেক্রেটারি মোঃ ইমরান হোসাইন।

সমাবেশে জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, অতীতের ন্যায় এবছরও রমজানের আগে নিত্যপণ্যও দাম বাড়ানো হচ্ছে। এটি খুবই দুর্ভাগ্যজনক। তিনি বলেন পৃথিবীর অন্যসব রাষ্ট্রে যখন রমজান মাসকে কেন্দ্র করে দ্রব্যমূল্যের দাম কমানো হয়। সেখানে বাংলাদেশের মতো একটি মুসলিম রাষ্ট্রে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে জনগনকে কষ্ট দেয়া হয়। তিনি বলেন, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এখন সমাজ ও রাষ্ট্রের সবক্ষেত্রে ন্যায় ও ইনসাফের নীতি বাস্তবায়ন করতে হবে। পবিত্র মাসকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে যাতে জনজীবনে কষ্ট না দেয় সে ব্যাপারে অন্তর্বতীকালীন সরকারকে পদক্ষেপ নিতে হবে। একই সাথে সংশ্লিষ্ট সকলকে রমজানের পবিত্রতা রক্ষায় এগিয়ে আসার আহবান জানান তিনি।

সমাবেশ শেষে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনিহার বাস স্টান্ডে গিয়ে শেষ হয়।