লাল শার্ট পরা একজন ব্যক্তি তিনি নুরুল হক নুরকে নির্দয়ভাবে মারধর করেছেন । ছবিটি ও ভিডিও ফুটেজে এমনটাই দেখা গেছে এবং এই ঘটনাটি নিয়ে সমালোচনা শুরু। তাকে ধরতে পারলেই অনেক কিছু জানা যাবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান।
শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে মারুফ কামাল খান লিখেছেন, ‘ফটো ও ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে- গাঢ় লাল রঙের শার্ট পরা একটা লোক নুরুল হক নুরকে নির্দয়ভাবে আঘাত করছে। কে সেই বেপরোয়া হামলাকারী? তার পরিচয় বের করে ধরতে পারলে অনেক কিছুই জানা যাবে।’
তিনি লেখেন, ‘জানা যাবে কারা খুব পরিকল্পিতভাবে পরিস্থিতি অশান্ত ও নিয়ন্ত্রণহীন করতে চাইছে। তাদের উদ্দেশ্যই বা কী?’
সেই সঙ্গে, নূরের ওপর হামলার নিন্দা এবং তার সুস্থতা কামনা করেছেন এই সিনিয়র সাংবাদিক।