জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন না হলে কোন কোন টেলিভিশন চ্যানেল পুরস্কার পেত—সবার কাছে এমন প্রশ্ন ছুড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (২৮ জুন) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি প্রশ্ন করে লেখেন, ‘হাসিনার পতন না হলে কোন কোন টিভি চ্যানেল জুলাইকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য সাহসিকতার পুরস্কার পেত?’