বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলেছেন, দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রসমাজ প্রস্তুত রয়েছে। সাম্প্রতিক সময়ে দেশকে এক গভীর সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কেউ কেউ সে ষড়যন্ত্রের পথে সহযোগী হিসেবে ভূমিকা পালন করছেন।
রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর বর্বর হামলা ও রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। রাজধানীর কাটাবন থেকে শাহবাগ পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, অসংখ্য শহীদ, আহত, পঙ্গুত্ব, রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে নিরাপদ দেখতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের নিরাপত্তা বিধান করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমরা যা দেখলাম, তা প্রশাসনের ব্যর্থতার স্পষ্ট বহিঃপ্রকাশ। শত শত শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে।
রাকসু নির্বাচন নিয়ে সিবগাতুল্লাহ বলেন, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে যেখানে ডাকসু ও জাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা চলছে, সেখানে রাকসুতে একটি ছাত্রসংগঠন নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আজও নিষিদ্ধ আওয়ামী লীগ রাজধানীর বুকে মিছিল করে। তাহলে আমরা এর মাধ্যমে কী বুঝতে পারি? আপনারা কি স্বৈরাচারকে দমনে ব্যর্থ? আমরা স্পষ্ট বলতে চাই, ছাত্রসমাজ কিন্তু ঘুমিয়ে যায়নি; দেশ বাঁচাতে প্রয়োজনে আবার রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ।
ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি আসিফ আব্দুল্লাহর সভাপতিত্বে ও মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসাসহ ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।