পার্বতীপুর উপজেলা ইউনিয়নের ৯ জন নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের হওয়ার প্রতিবাদে বিএনপি, ছাত্রদল ও যুবদলের উদ্যোগে সম্প্রতি স্থানীয় কেন্দ্রীয় বাস টার্মিনালে মানব বন্ধন ও সাংবাদিক সংম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পৌর বিএনপি’র সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে ওই মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, ফুলবাড়ি উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মজিদ মন্ডল, সাংগঠনিক স¤পাদক জুলফিকার আলী, ফুলবাড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি’র সহ-সভাপতি নাজমুল হক নাজু, দিনাজপুর জেলা বিএনপি’র অন্যতম সদস্য পার্বতীপুর উপজেলা যুব দলের সদস্য সচিব মাহাবুব রশীদ সংগ্রাম, হরিরামপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি তোফাজ্জল হোসেন তপু, ফুলবাড়ি উপজেলার যুব দলের যুগ্ম আহবায়ক আবু সাঈদ, হামিদপুর ইউনিয়ন বিএনপি’র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাফিজুল হক, যুবদল নেতা সাকিব হোসেন ডলার প্রমূখ। মানববন্ধন শেষে সাকিব হোসেন ডলালের বাসায় ওই মিথ্যা মামলার প্রতিবাদে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য গত ৩০ মে রাতে বড় পুকুরিয়া কয়লা খনি থেকে স্ক্রাব মালামাল ভর্তি একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে ৬০-৭০ জন লোক খনির বাহিরে রাস্তায় ট্রাকটির গতিরোধ করে। ট্রাকে থাকা কর্মচারি আরিফুল হক কৌশলে সেনাবাহিনীকে বিষয়টি অবহিত করলে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪-৫ জনকে আটক করে। ওই রাতেই পার্বতীপুর উপজেলা বিএনপি’র প্রভাবশালী চার নেতার অনেকটা চাপের মুখে পার্বতীপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও রামপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহদত হোসেন সাদো, যুবদল সদস্য সচিব মাহাবুব রশীদ সংগ্রাম, মমিনুল হক, সাকিব হোসেন ডলার সহ ৯ জন নেতাকর্মীকে জড়িয়ে তদন্ত ছাড়াই ৫১ জনকে আসামী করে মামলাটি নথিভুক্ত করা হয় বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। বিষয়টি সুষ্ট তদন্ত দাবী করেন ভুক্তভোগীরা।