বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, ‘কালোটাকা আর পেশিশক্তি আগামীতে যেন আমার ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। এখন থেকে হাত মজবুত করতে হবে, বলে দিতে হবে আমরা মানুষ, আমরা সাধারণ কোনো প্রাণী নই যে তোমাদের টাকার কাছে বিক্রি হব। আমরা আর কালোটাকার মালিকদের বরদাশত করব না। আমরা ক্লিনহার্ট সম্পন্ন মানুষ আগামীতে দেশের শাসনক্ষমতায় দেখতে চাই।’ তিনি বলেন, ‘এই দেশ পরিচালনার দায়িত্ব যদি ইসলামী আন্দোলনের নেতৃত্বের হাতে আসে, তাহলে আমরা দেশের মালিক হব না, আমরা দেশের সেবক হব। এমন একটি বাংলাদেশ গড়ার প্রত্যাশায় সকলকে সঙ্গে থাকতে হবে। ছাত্র-জনতার ঐক্য যতগুলো ষড়যন্ত্র হয়েছে, সব কটি ব্যর্থ করে দিয়েছে। এই জাতি আগামীতেও সকল ষড়যন্ত্র ব্যর্থ করবে করে দেবে।’ গতকাল মঙ্গলবার দিনব্যাপী খুলনা-৩ আসনের খালিশপুর থানার ৭নং ওয়ার্ডের উদ্যোগে কাশিপুর, বিআইডিসি রোড, বায়তিপাড়া মোড়সহ বিভিন্ন স্থানে গনসংযোগকালে তিনি এ সব কথা বলেন। তার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, ৭নং ওয়ার্ড আমীর আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ি সিদ্দিকুর রহমান, বি এল কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর কবির, সাবেক ছাত্রনেতা মুনসুর আলম চৌধুরি, ফিরোজ আহম্মেদ, বিপ্লব হোসেন, মো. সাইদুর রহমান, স্থানীয় জামায়াত নেতা- মামুন কাজল, ডা. মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বাবুল হোসেন, নূর আলম, আব্দুল মালেক, বেলাল হোসেন, মো. সোহেল, মো. নান্নু, আল-আমিন, নজরুল ইসলাম, ফিরোজ শেখ, শ্রমিকনেতা মুজাহিদুল ইসলাম বিপ্লব, যুবনেতা আব্দুল্লাহ আল-মামুন, মো. ইমরান হাসান, সাগর, তানভীর আহমেদ, মো. সুমন শেখ, ছাত্রশিবির নেতা ইয়াসিন আরাফাত, শাফায়াত হোসেন, নাজমুল কবির, হাসান আাল-সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা-৩ আসনের এই এমপি প্রার্থী আরও বলেন, জনগণের হিসাব জনগণ বুঝিয়ে দেয়ার মাধ্যমে জামায়াতে ইসলামী জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা নিশ্চিত করবে। কোনো রাষ্ট্রে জবাবদিহিমূলক সরকার থাকলে ঐ রাষ্ট্রে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, জুলুম-নির্যাতন, বৈষম্য, অন্যায়-অবিচার চিরতরে বন্ধ হয়ে যায়। তিনি বলেন, আমীরে জামায়াত ইতোমধ্যে জাতির সামনে ঘোষণা দিয়েছেন, জনগণ জামায়াতে ইসলামীকে সরকার গঠনের সুযোগ দিলে জামায়াতের দলীয় কোনো এমপি-কোনো মন্ত্রী ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, কোনো এমপি-কোনো মন্ত্রী সরকারি প্লট বা ফ্ল্যাট নেবে না, কোনো এমপি-কোনো মন্ত্রী নিজ হাতে রাষ্ট্রীয় টাকা চালাচালি করবে না। কোনো উন্নয়ন প্রকল্পের জন্য যে বরাদ্দ দেয়া হবে, কাজ শেষে বরাদ্দকৃত টাকার হিসাব জনগণের সামনে তুলে ধরবে। জবাবদিহিমূলক সরকার কখনো ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে না। জামায়াতে ইসলামী বৈষম্যহীন, সুখি-সমৃদ্ধ একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র জাতিকে উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।