সহিংসতা কখনোই কোনো গ্রহণযোগ্য প্রতিবাদের ভাষা হতে পারে না। বরং, তা প্রতিবাদের ন্যায্যতাকেই কলুষিত করে তোলে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বুধবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ‘‘গাজায় নিরীহ মানুষের ওপর চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে দেশজুড়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যেসব শান্তিপূর্ণ প্রতিবাদ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, তা নিঃসন্দেহে মানবিকতা ও নৈতিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা এই উদ্যোগকে অন্তরের অন্তঃস্থল থেকে সমর্থন জানাই।
সরকারের সমর্থনের প্রশংসা করে তিনি বলেন, সরকারের পক্ষ থেকেও এ ন্যায্য ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি যে ইতিবাচক ও স্পষ্ট সমর্থন প্রকাশ পেয়েছে, তা অবশ্যই প্রশংসনীয়।
হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে—এই শান্তিপূর্ণ পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে দেশের কিছু স্থানে কয়েকটি ব্র্যান্ড আউটলেটে অপ্রত্যাশিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ব্যক্তি হিসেবে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা এসব সহিংস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতি জোরালো নিন্দা ও স্পষ্টভাবে বিরোধিতা জানাই। এমন কর্মকাণ্ড শুধুমাত্র গণতান্ত্রিক আন্দোলনের ভাবমূর্তিই ক্ষুণ্ণ করে না, বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের প্রতি আমাদের গভীর সহানুভূতি ও সহমর্মিতা রইলো।
তিনি আরও বলেন, সহিংসতা কখনোই কোনো গ্রহণযোগ্য প্রতিবাদের ভাষা হতে পারে না। বরং, তা প্রতিবাদের ন্যায্যতাকেই কলুষিত করে তোলে। সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে যে উদ্যোগ নিয়েছে, তার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ জানাই।
তিনি বলেন, বর্তমানে দেশে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন চলছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত বিনিয়োগকারীরা অংশগ্রহণ করছেন। এই বাস্তবতায়, ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর উদ্দেশ্য ও প্ররোচনামূলক দিকগুলো খতিয়ে দেখা এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
এই পরিস্থিতি মোকাবেলায় সরকারের যেকোনো দায়িত্বশীল ও সঠিক পদক্ষেপে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি সকলকে দায়িত্বশীল, সচেতন ও শান্তিপূর্ণ থাকতে এবং দেশের স্থিতিশীলতা, অগ্রগতি ও আন্তর্জাতিক ভাবমূর্তি রক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানান।