রাজনীতি
ঈদের আগেই সকল শ্রমিকের বকেয়া মজুরী দিয়ে দিতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান
ঈদের আগেই সকল শ্রমিকের বকেয়া মজুরী দিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, সাবেক এমপি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান। আজ শুক্রবার (৭ মার্চ) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের

ঈদের আগেই সকল শ্রমিকের বকেয়া মজুরী দিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, সাবেক এমপি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান।
আজ শুক্রবার (৭ মার্চ) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের ইউনিট দায়িত্বশীলদের নিয়ে শিক্ষা বৈঠক ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ বক্তব্য রাখেন।
শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক মো: সোহেল রানা মিঠুর পরিচালনায় ও মহানগরী সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ইউনিট দায়িত্বশীলদের নিয়ে শিক্ষা বৈঠক ও ইফতার মাহফিল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী জেনারেল এ্যাড. আতিকুর রহমান।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ড. আব্দুল মান্নান, শ্রমিক কল্যানের ঢাকা মহানগরী দক্ষিণের সহ-সভাপতি মো: নজরুল ইসলাম, মো: সাইফুল ইসলাম, মহানগরী সহ-সেক্রেটারী হাফিজুর রহমান, মাহবুবুর রহমান, ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন চঞ্চল, জয়নাল আবেদিন, কেষাধ্যক্ষ ড. আজগর আলী, জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা ইউসুফ আলী, আব্বাস উদ্দিন, মিজানুর রহমান, আব্দুর রহমান প্রমুখ ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা এত দিন এক অসভ্য বর্বর শাসকের হাতে জিম্মি ছিলাম, যারা শ্রমিক মেহনতী মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। তাদের নীতি ছিলো আমার ভোট আমি দিবো তোমাদের ভোটও আমি দিবো।
শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমরা ভালো সরকার গঠন করতে চাই। তারমতে, সেই সরকারই ভালো সরকার, যে সরকার জনগণ ভালোবাসে এবং সরকারও জনগণকে ভালোবাসে।