ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা : বাংলাদেশে শ্রমিক, সংখ্যালঘুসহ বিভিন্ন পেশার যতগুলো খাত আছে তার প্রায় সকল খাতেই দুর্নীতি হচ্ছে। এসব খাতে যে সকল বরাদ্দ দেওয়া হয় তার প্রায়ই নেতাদের পকেটে যায়। আর যাও থাকে তা নেতাদের চামচারা খায়। সত্যিকারের যারা শ্রমিক বা যারা জেলে তাদের তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। এই বিষয়গুলোর আমরা গুণগত পরিবর্তন চাই। আমরা চাই আমাদের নেতা এমন হউক যে নেতা মনে করবে ফোরাৎে তীরেও যেন একটি কুকুরও তৃষ্ণার্থ অবস্থায় মারা যায় যার জন্য আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাড়াতে হবে। নেতা এমন হউক যিনি শ্রমিকের প্রাপ্যতো তাকে দিবেই যেন আরও পাঁচশত টাকা বেশি দেয়। আমরা চাই বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর মাধ্যমে শ্রমিকদেরকে সচেতন করে সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে। যাতে করে মানুষ তাদের ন্যায্য অধিকারটুকু বুঝে পায়। বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছরেও আমাদের সপ্নের সেই সোনার বাংলা আজও আমরা পাই নাই। বাংলাদেশে প্রচুর পরিমাণের খনিজসম্পদ রয়েছে। যার মধ্যে মৎস্য সম্পদ শুধু ইশিল রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশি মুদ্রা অর্জন করতে পারি। তাছাড়া আমাদের প্রচুর বনজ সম্পদও আছে। সবচেয়ে বড়কথা আমাদের মানব সম্পদ রয়েছে। আমাদের শুধুমাত্র সৎ ও যোগ্য নেতৃত্বের অভাব। আগামীতে সৎ ও যোগ্য লোকের মাধ্যমে দেশ পরিচালিত হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার বালিপাড়া শ্রমিক কল্যান ফেডারেশন এর অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তাব্যে এ কথা বলেন পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ সাঈদী।

তিনি আরো বলেছেন, ‘বাংলাদেশে মৎস্য, খনিজ, বনজ, মানব সম্পদসহ সব ধরনের সম্পদের অভাব না থাকলেও দুর্নীতির কারণে আমরা পিছিয়ে আছি। আমাদের শুধুমাত্র সৎ ও যোগ্য নেতৃত্বের অভাব। আগামীতে সৎ, যোগ্য দেশপ্রেমিক ও কোরআন-প্রেমীর নেতৃত্বে নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে পরিচালিত হলে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

মাসুদ সাঈদি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী সরকার তসবিহ হাতে জামায়াত-শিবিরকে কটাক্ষ করতো, সব সময় তাদের পেছনে লেগেই থাকতো। ঠিক একই পথে বিএনপিও হাঁটছে। শুধু মালিকানার পরিবর্তন হয়েছে, তসবিহ ঠিকই আছে। বাংলাদেশের কোথাও কিছু ঘটলে জামায়াত-শিবিরের ওপর দায় চাপানো হয়। আমরা ন্যায়ের পথে আছি বলেই আমাদের সফলতা দিন দিন বেড়েই চলছে। খুনি হাসিনা আমাদের অভিভাবকদের ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে, ভাইদেরকে গুলি করে মেরেছে, এত কিছু করেও আমাদেরকে দমিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতে ও কেউ পারবে না।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর বালিপাড়া ইউনিয়ন সভাপতি ডা. মো. জাহিদুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মামুন হোসাইন, বালিপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মো. শহীদুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশনর উপজেলা সেক্রেটারি মো. মাহাবুবুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা বাইতুলমাল সম্পাদক মো. তাওহীদুল ইসলাম।