বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরত ও সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (১৮) ফেব্রুয়ারী বিকালে সুনামগঞ্জ জেলা জামায়াতের উদ্দ্যেগে অনুষ্টিত বিক্ষোভ মিছিল শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে। শেষে শহরের প্রানকেন্দ্র আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হন বিক্ষোবকারীরা। সেখানে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান এর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি এডভোকেট নুরুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর এডভোকেট মুহাম্মদ শামসউদ্দীন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা সভাপতি মোমতাজুল হাসান আবেদ, সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ আলী, সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মামুন, ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদি হাসান তুহিন।
সভাপতির বক্তব্যে তোফায়েল আহমেদ খান বলেন, দেশবাসী আশা করেছিল যে, জুলুম-নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশে মুক্তিলাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ৬ মাস ১০ দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও তাকে মুক্তি দেওয়া হয়নি। সংগঠনের নিবন্ধ ও প্রতীক ফেরত দেওয়ার বিষেয়েও কোন উদ্দ্যোগ নেয়া হয়নি। তিনি অবিলম্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরত ও সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবী করেন। অন্যথায় দেশবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুসিয়ারী উচ্চারন করেন তিনি।