আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সরকারি সেক্রেটারি দেলোয়ার হোসেন বলেছেন, আগামী দিনে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে কিনা এটা নির্ভর করছে আমাদের ভূমিকার ওপর। আগামী দিনে আবার ইসলাম বিদ্বেষী কোন শক্তি আমাদের ঘাড়ের উপর চেপে বসবে কিনা, আবার সেই ১৬ বছর পূর্বের কোন পরিবেশ তৈরি হবে কিনা, এটা নির্ভর করছে আমাদের ভূমিকা আর ওপর। আমরা যদি যথাযথ ভূমিকা পালন করতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসবে না। কোনো ইসলাম বিদ্বেষী শক্তি আর কখনো মাথা চারা দিয়ে উঠতে পারবে না। গতকাল সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে আয়োজিত নির্বাচনী মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মূল টার্গেট হল একটি কল্যাণমূলক মানবিক রাষ্ট্র গড়ে তোলা, দ্বীন কে বিজয়ী করা, অন্যায়কে বিলুপ্ত করে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা। যে উদ্দেশ্যে আল্লাহ আমাদের পাঠিয়েছেন, আমরা সেই কাজগুলোই করতে চাই।
আল্লাহ তায়ালা নারীদের যে সম্মান, অধিকার দিয়েছেন দেশে ইসলামী অনুশাসন না থাকার কারণে কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা না থাকার কারণে নারীরা তা থেকে বঞ্চিত হচ্ছেন, উল্লেখ করে দেলাওয়ার হোসেন বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের পূর্ণ অধিকার সম্মান এবং যথাযথ নিরাপত্তা বিধানের ব্যবস্থা করবে। কোরআন সুন্নাহর আলোকে আমরা আমাদের মা-বোনদের জন্য একটি নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই। যেখানে মেয়েরা নিরাপদে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয় যাবে, মা বোনেরা চাকরি করবে, নিরাপদে চলাচল করতে পারবে, নিরাপদে বাস করতে পারবে। কেউ তাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। দেলোয়ার হোসেন আরে বলেন, আমাদের অনেক মা-বোনেরা উদ্যোক্তা হতে চান। নিজেরা স্বাবলম্বী হয়ে সংসারের হাল ধরতে চান। কিন্তু পুজির অভাবে অনেকে সেটি করতে পারেন না। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সে সকল মা বোনদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হবে। আর্থিক প্রণোদনা এবং বিনা সুদে ব্যাংক থেকে ঋণ প্রদান করে তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ব্যবস্থা করা হবে।
দেলাওয়ার হোসেন বলেন, নারীদের জন্য বিশেষ করে গর্ভকালীন ও মাতৃত্বকালীন সময়ে যেন তারা তাদের সুচিকিৎসা ও পুষ্টিকর খাবার সঠিকভাবে পেতে পারে সেজন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা করব ইনশাআল্লাহ। শুধু তাই নয় বয়স্ক নারী এবং পুরুষ উভয়ের জন্য বিশেষ ভাতা চালুর ব্যবস্থা করা হবে। যাতে তারা শেষ বয়সে এসে জীবন যাপন করতে দুশ্চিন্তায় না পড়েন, অন্যের সাহায্যের অপেক্ষায় বসে না থাকতে হয়।
জামায়াত নেতা হামিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা জামাতের আমির হাফেজ মাওলানা মিজানুর রহমান, জগন্নাথপুর ইউনিয়ন সভাপতি হাফেজ আব্দুর রশিদ। এ সময় দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী পুরুষ উপস্থিত ছিলেন।