জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জামায়াত বাংলাদেশের সবুজ জমিনে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। মানবতার কল্যাণে জামায়াতের কর্ম তৎপরতা সবসময় অব্যাহত রয়েছে। নিজ নিজ অবস্থান সামর্থ অনুযায়ী সকলের উচিত সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
তিনি বলেন, মাহে রমযান হচ্ছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস। আত্মশুদ্ধি অর্জন ও সংযমের মাস। রমযান আমাদের সামাজিক ভেদাভেদ ও শ্রেণী বৈষম্য থেকে বেরিয়ে আসার শিক্ষা দেয়। রমযানের সংযমের শিক্ষা সর্বত্র ছড়িয়ে দিতে হবে। সাধ্য অনুযায়ী সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। সামর্থবানদের সম্পদে হতদরিদ্র মানুষের হক রয়েছে। সেই হক সঠিকভাবে আদায় করতে হবে। তাহলে একদিকে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে, অপরদিকে অসহায় মানুষের মুখে হাসি ফুটবে।
তিনি বৃহস্পতিবার নগরীর শিবগঞ্জ এলাকায় সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমীর শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি নজরুল ইসলামের পরিচালনায় ঈদ খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, থানা বায়তুলমাল সম্পাদক জাবেদ আহমদ, পাঠাগার সম্পাদক হামিদ বকস মুহিন, প্রচার ও মিডিয়া সম্পাদক আহমদ আল মাসউদ, ২১নং ওয়ার্ড সভাপতি আবু হাসান, ৩১নং ওয়ার্ড সভাপতি আশরাফুজ্জামান, জামায়াত নেতা আব্দুল লতিফ, মো ফারুক মিয়া, রুমেল আহমদ, সালেহ আহমদ ও মহসিন উদ্দিন আহমদ প্রমুখ।
শেখঘাটে কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ : এদিকে সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, মাহে রমযান হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। পবিত্র এই মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সমাজের অসহায় হতদরিদ্র মানুষের পাশে সাধ্যমত সহযোগিতা নিয়ে দাঁড়ানো সামর্থবানদের নৈতিক দায়িত্ব। ঈদ আনন্দে অসহায় মানুষকে শামিল করতে হবে। এর মাধ্যমে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ্বস্ত হয়। জামায়াতে ইসলামী সবসময় মানবতার কল্যাণে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ইনশাআল্লাহ।
তিনি বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে নগরীর ১২নং ওয়ার্ডের শেখঘাট এলাকায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
থানা আমীর মু. আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি পারভেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ঈদ সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী নেতা নুরুল আলম, সমাজসেবী আব্দুল কাদির, জামায়াত নেতা দেওয়ান আসকির আলী, মাজহারুল ইসলাম, ফয়েজুল ইসলাম, আব্দুল আলিম, মোশাররফ হোসেন ও আবুল খায়ের প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, পবিত্র মাহে রমযানে বেশী বেশী নফল ইবাদতের পাশাপাশি দান-খয়রাত বাড়াতে হবে। আশপাশের অসহায় মানুষের খোঁজ খবর নিতে হবে। সাধ্যমত তাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।