নির্বাচনী প্রচার-প্রচারণার প্রথম দিন বৃহস্পতিবার ২২ জানুয়ারি গাজীপুর-৫ (কালিগঞ্জ) আসনে জামায়াত মনোনীত ও ১০ দল সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মোঃ খাইরুল হাসান আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। সকাল থেকেই তিনি কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ জনপদে গণসংযোগের মাধ্যমে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ খাইরুল হাসান সকালে কালিগঞ্জের নাগরী ইউনিয়নের পিপুলিয়া এলাকা থেকে প্রচারণা শুরু করেন। এরপর তিনি শিমুলিয়া, নলছাটা, করান, নাগরী বাজার, উলুখোলা বাজার, মঠবাড়ি, সেনপাড়া, রায়েরদিয়া, বৌ বাজার, বড়কাউ, গলান, রাথুরা, কেটুন ও পানজোরা এলাকাসহ আশপাশের বিভিন্ন গ্রাম ও বাজারে ধারাবাহিক গণসংযোগ পরিচালনা করেন।

গণসংযোগকালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং দেশ ও এলাকার সার্বিক উন্নয়নে ন্যায়ভিত্তিক রাজনীতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ সময় ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা যায়।

প্রচারণাকালে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন, সাবেক আমীর মাহমুদুল হাসান, উপজেলা সেক্রেটারি তাজুল ইসলাম, নাগরী ইউনিয়ন সভাপতি আবুল বাশার, সেক্রেটারি আবুল হাসনাতসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা প্রচারণাকে সফল করতে মাঠে সক্রিয়ভাবে অংশ নেন।

নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই ব্যাপক গণসংযোগের মাধ্যমে কালিগঞ্জে শক্ত অবস্থানের ইঙ্গিত দিয়েছেন জামায়াত মনোনীত এই প্রার্থী বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।