বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুতুবদিয়া-মহেশখালী আসনের সাবেক এম.পি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশের ৫৪ বছরে সৎ ও দক্ষ লোকের দ্বারা সরকার গঠন হয়নি বলে আজও দুর্নীতিতে ছেয়ে আছে দেশ। সুশাসন কায়েম হয়নি, সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পায়নি। আগামীতে জনগণের রায়ে সৎ লোকেরা নির্বাচিত হলে দেশে সুশাসন আসবে ও দুর্নীতি মুক্ত হবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ও দক্ষিণ ধূরুং ইউনিয়ন জামায়াতের তৃণমূল প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী, সেক্রেটারি মাওঃ নুরুল আমিন, উত্তর ধূরুং ইউনিয়নের সভাপতি ছৈয়দ আলম, সেক্রেটারি মেম্বার ইলিয়াস, দক্ষিণ ধূরুংয়ের সভাপতি মাওঃ বেলাল, সেক্রেটারি মাওঃ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, দেশের মানুষ জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চায়। তারা নির্বাচনের মাধ্যমে দেশে সৎ লোকের নেতৃত্ব প্রতিষ্ঠা করে দেশকে এগিয়ে নিতে চায়। জামায়াতে ইসলামী সে নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করছে। জনগন ন্যায় ও ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতকে নির্বাচিত করে সংসদে পাঠাবে ইনশাআল্লাহ।

Untitled

তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষের মুখে এখন একটাই আওয়াজ সব দল দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ। সব দেখেছি বার বার, জামায়াতে ইসলামীকে দেখবো এবার। দেশের মানুষ তাদের সঠিক দল হিসেবে জামায়াতে ইসলামীকে বেছে নিয়েছে, কেউ চাইলেই আগের মত দিনের ভোট রাতে, মৃতদের ভোটে আর সরকার গঠন করতে পারবে না। জামায়াতে ইসলামী দেশ শাসনের সুযোগ পেলে নারীদের ও অমুসলিমদের অধিকার সুনিশ্চিত করা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে, বৈষম্যহীন দেশ গঠন করা হবে। তিনি তৃণমূল প্রতিনিধিদের ঘরে ঘরে গিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়া এবং তার সালাম পৌঁছে দেয়ার জন্য অনুরোধ জানান।