চট্টগ্রাম (হাটহাজারী) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তরজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেছেন,” ২০২৪ সালে ডামি নির্বাচন,২০১৮ সালে রাতের ভোটের নির্বাচন, ২০১৪ সালে প্রহসনের নির্বাচন হয়েছিল। এসব নির্বাচন জনগনের ইচ্ছার প্রতিফলনের নির্বাচন ছিল না। এমনকি এর আগেও দেশে যে সরকারগুলো ক্ষমতায় এসেছিল তারাও শতকরা কম ভোট পেয়ে সরকার গঠন করেছিল। এর বিপরীতে সব দলের ভোটের যোগফল ছিল আরো অনেক বেশি। বলা হতো এ ভোটগুলো পঁচা ভোট। পি আর পদ্ধতি ভোটের এমন এক পদ্ধতি যাতে কারো ভোট পচা যাবে না। নির্বাচনে টাকার খেলা চলবে না, মনোনয়ন বাণিজ্য হবে না, দল ইয়াবা খোর আর নর্তকীর পরিবর্তে যোগ্য ব্যক্তিকে সংসদে নিতে পারবে। সেজন্য দেশে আগামীর সকল নির্বাচনে পি আর পদ্ধতির বিকল্প নেই।” সম্প্রতি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়ন জামায়াতের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাটহাজারী উপজেলা আমীর ও চট্টগ্রাম-৫ হাটহাজারী ও বায়েজিদ (আংশিক) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, জামায়াতের হাটহাজারী নির্বাচন পরিচালনা কমিটির সচিব ও উপজেলা সেক্রেটারী অধ্যাপক আবদুল মালেক চৌধুরী, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী সাইফুদ্দিন চৌধুরী। উত্তর মাদার্শা ইউনিয়ন সভাপতি মুহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও সেক্রেটারী এমরানুল হক রুবেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা বায়তুলমাল সেক্রেটারী এমরান হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা সভাপতি এসএম রাশেদ, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আমীর মুহাম্মদ ওসমান, ইউনিয়ন সহসভাপতি লোকমান চৌধুরী, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা মনিরুল আলম ফারুকি, বিশিষ্ট দন্ত চিকিৎসক মোহাম্মদ হাসান, প্রবাসী সংগঠক মোহাম্মদ মেসবাহ উদ্দীন প্রমুখ।