লালমনিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান এর শুভ আগমন উপলক্ষে মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট শহর ও উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট শহর আমীর মাওলানা জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর এ্যাভোকেট আবু তাহের, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, লালমনিরহাট সদর-৩ আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী প্রভাষক হারুন অর রশিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লালমনিরহাট- ( আদিতমারী- কালিগঞ্জ)-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর অঞ্চল ইউনিট সদস্য ও লালমনিরহাট জেলা শাখার সাবেক আমীর আব্দুল বাতেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লালমনিরহাট জেলা শাখার সভাপতি রেনায়েল আলম, লালমনিরহাট সদর উপজেলা আমীর প্রভাষক মাহিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যবসায়ী সংগঠনের লালমনিরহাট জেলা শাখার সভাপতি আলহাজ্ব নিয়াজ আহমেদ রেজা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ইসলামী সংগীত শিল্পী ফজলুল হক শামিল, লালমনিরহাট সদর উপজেলা সেক্রেটারি মাওলানা রুহুল আমিন খন্দকার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি হাফেজ শাহআলম।
বক্তব্যগণ বলেন, বাংলাদেশে নব্য স্বৈরাচার উৎখাত করতে হলে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে আরো শক্তিশালী ভূমিকা রাখতে হবে। কারণ জামায়াত - শিবির কারো চোখ রাঙ্গানি কে ভয় পায় না।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তন চত্বর থেকে আমীরে জামায়াত লালমনিরহাটে শুভ আগমনে মোটরসাইকেল র্যালি বের হয়ে লালমনিরহাট শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড়ে শেষ করা হয়েছে এর আগে শুক্রবার বিকেল ৪ টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।