শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী গাবতলী উপজেলা শাখার উদ্যোগে ভোটকেন্দ্র কমিটির সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৮টায় স্থানীয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা আমীর অধ্যক্ষ ইউনুস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা গোলাম রব্বানী।

গোলাম রব্বানী বলেন, প্রতিটি ঘরে ঘরে জামায়াতের দাওয়াত পৌঁছে দিতে হবে। গাবতলীর মাটি ইসলামপন্থীদের ঘাঁটি। এবারের বিজয় দাঁড়িপাল্লার বিজয়। শহীদদের রক্ত এই জনপদে ঝরেছে। ইসলামের বিজয়ের জন্য সবাইকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। দফা রফা দিয়ে দেশে শান্তি আসবে না, দেশে শান্তি আনতে হলে প্রয়োজন একদফা—সেটা হলো আল্লাহর আইন। পেশাভিত্তিক লোকদের একত্র করতে হবে এবং কমিটিগুলোকে সক্রিয় করতে হবে। ভোটারদের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে হবে।

উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ অনুষ্ঠানের সঞ্চালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর প্রফেসর আব্দুস সামাদ, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম সরকার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ এবং উপজেলা নায়েবে মাওলানা সিরাজুল ইসলাম।

কর্মশালায় ইউনিয়ন আমীর, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। কর্মশালায় ভোটকেন্দ্র কমিটির সদস্যদের প্রশিক্ষণ দিয়ে তাদের কার্যক্রম আরও সক্রিয় এবং সমন্বিত করার ওপর জোর দেওয়া হয়।