উল্লাপাড়া, (সিরাজগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের মানুষ এখন নতুন কিছু চাচ্ছে। সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ৫ আগস্টের পর একটি দল টেন্ডারবাজি, চাঁদাবাজি এমন কি পাথরও লুটপাট করেছে। দূর্নীতিতে বার বার চ্যাম্পিয়ন হয়েছে। দেশের মানুষ কোন চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না। গতকাল শুক্রবার বিকেলে হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে বাগধা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠান করতে চায়। দেশে কর্মসংস্থান তৈরি করা হবে। বেকার সমস্যা দূর করা হবে। বেকারত্ব দূর হলে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হবে। তিনি আরও বলেন, অতীতে ক্ষমতায় আসা রাজনৈতিক দলগুলো নিজেরা বাড়ি, গাড়ি, ও সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন করতে ব্যর্থ হয়েছে। সুযোগ পেলে জামায়াতে ইসলামী এ দেশকে দুর্নীতিমুক্ত, আধুনিক, ও মানবিক কল্যাণ রাস্ট্র হিসেবে গড়ে তুলবে ।
হাটিকুমরুল ইউনিয়ন ৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আবুল কালাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমীর মো. রাশেদুল ইসলাম শহীদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি মো. সোলায়মান হোসেন, সিরাজগঞ্জ পৌর যুব বিভাগের সভাপতি এডভোকেট ছদরুল ইসলাম, সলঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি মো. রাকিবুল হাসান, সিরাজগঞ্জ রোড শিবিরের সভাপতি মো. আব্দুল্লাহ প্রমুখ।