হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে মানিকগঞ্জে জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল জনসমাবেশে হরিরামপুর-সিংগাইর এবং সদরের আংশিক নিয়ে মানিকগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান গণঅভ্যুত্থান দিবসে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে এক বিশাল সমাবেশে বক্তব্যকালে এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা চেয়েছিলাম একটা ঘুষমুক্ত বাংলাদেশ। একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমারা চেয়েছিলাম আমাদের অফিসগুলো ঘুষমুক্ত থাকবে। কিন্তু এখনো পর্যন্ত তা বাস্তবায়িত হয় নাই। এখনো ফ্যাসিবাদ সরকারের দোসররা মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে উঠে।

মুহাম্মদ জাহিদুর রহমান আইনশৃংখলা বাহিনীকে উল্লেখ করে বলেন, আপনাদের সংস্কারের মাধ্যমে আমরা নতুন করে বাংলাদেশকে চিন্তে চাই। সেই সংস্কার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোন নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এক পিয়ালার মদ আরেক পিয়ালায় ঢাললেই কি সংস্কার হয়? এসময় আল্লাহু আকবার ধনিতে মুখরিত হয়ে উঠে সমাবেশস্থল।

জেলা জামায়াত আমীর হাফেজ মাওলানা মুহাম্মাদ কামরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ঢাকা বিভাগের টিম সদস্য ও সাবেক জেলা আমীর, মানিকগঞ্জ -৩ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, মানিকগঞ্জ -১ আসনের প্রার্থী ইউরো-বাংলা হাসপাতালের এমডি ডাঃ মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক।