জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচন দেশ জাতি ও ইসলামী আন্দোলনের জন্য চ্যালেঞ্জস্বরুপ। উক্ত নির্বাচনে সবাইকে জান ও মালসহ ঐক্যবদ্ধভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। জুলাইয়ে সাথে গাদ্ধারি করে কেউ যাতে ক্ষমতায় যেতে না পারে সে বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। নিজ দলের প্রতীকের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে কাজ চালিয়ে যেতে হবে। সিলেটে অবস্থানরত ইসলামী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট সাবেক ও বর্তমান জনশক্তিদেরকে নিজ নিজ এলাকার দায়িত্বশীলদের সাথে সমন্বয় করে দাড়িপাল্লার বিজয় নিশ্চিতে গ্রুপভিত্তিক কাজ চালিয়ে যেতে হবে। তিনি বলেন, সিলেট-৫ আসন ইসলামী আন্দোলনের উর্বর ভুমি। অতীতে এই আসনে অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী নির্বাচিত হয়েছেন। সুতরাং আবার সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। জনগণকে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনে উদ্ধুদ্ধ করনতে হবে।
গত বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর সোবহানীঘাটস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সিলেটে অবস্থানরত সিলেট-৫, জকিগঞ্জ ও কানাইঘাটের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সাবেক ব্যাংকার বদরুল আমীন হারুনের সভাপতিত্বে ও আসন সদস্য সচিব মাওলানা নিজাম উদ্দিন খান ও উপাধ্যক্ষ শামীম আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আসন পরিচালক উপাধ্যক্ষ সৈয়দ মাওলানা ফয়জুল্লাহ বাহার, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা মাসুক আহমদ, জকিগঞ্জ উপজেলা আমীর মাওলানা জালাল উদ্দীন, কানাইঘাট উপজেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা কামাল উদ্দিন, সমাজসেবী আব্দুর রহিম, জকিগঞ্জ উপজেলা সেক্রেটারি সারওয়ার হোসাইন, সিলেট জেলা পূর্ব ছাত্রশিবিরের সভাপতি আবু আইয়ুব মঞ্জু, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, ব্যাংকার ফয়সাল আহমদ চৌধুরী, অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন, গোলাম রুকবানী চৌধুরী জাবেদ, অধ্যক্ষ মাওলানা বদরুল হোসাইন, এডভোকেট মাসহুদ আহমদ চৌধুরী ও বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল মৌলা প্রমুখ।
প্রধান বক্তা হাফিজ আনওয়ার হোসাইন খান বলেন, সিলেট-৫ আসনে ইসলামী আন্দোলনের গৌরবোজ্জল ইতিহাস রয়েছে। এই জনপদে ইসলামী আন্দোলনের শেকড় অনেক গভীরে। আগামী নির্বাচনে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করে দাঁড়িপাল্লা ও গণভোটে ‘হ্যা’ এর বিজয় নিশ্চিত করতে হবে।