বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ফেসবুক পোস্ট করছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “সবকিছুর জন্য মহান রবের দরবারে অসংখ্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ।”

তিনি আরও দোয়া করেন, দেশ-বিদেশ থেকে যারা তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করেছেন, আল্লাহ যেন তাঁদের সুস্থতা ও উত্তম প্রতিদান দান করেন।

উল্লেখ্য, গত শনিবার (২ আগস্ট) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশনের পর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

ইউনাইটেড হাসপাতালে ওইদিন দুপুরে সংবাদ সম্মেলনে কার্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, সকাল ৭টায় তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। পরিকল্পনা ছিল তিনটি বাইপাস করার, তবে সম্পূর্ণ সুস্থতার জন্য চারটি বাইপাস সম্পন্ন করা হয়। কোনো জটিলতা ছাড়াই অপারেশন শেষ হয়েছে এবং এক সপ্তাহের মধ্যেই বাসায় ফেরার সম্ভাবনা রয়েছে।

এর আগে, ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নেওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিকভাবে ডিহাইড্রেশনের কথা বলা হয়। পরে ধারাবাহিক পরীক্ষায় তাঁর হার্টে পাঁচটি ব্লক ধরা পড়ে, যার মধ্যে তিনটি গুরুতর ছিল।

চিকিৎসকরা বিদেশে চিকিৎসার পরামর্শ দিলেও তিনি দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন, যাতে সাধারণ মানুষের মধ্যে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা আরও বৃদ্ধি পায়।