৫ অক্টোবর আল-ফারুক ট্রাস্ট ও একাডেমির প্রতিষ্ঠাতা মাওলানা রফিউদ্দিন আহমাদ সাহেবের মৃত্যুতে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি বাংলা দেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ছিলেন।
তিনি নোয়াখালী আল-ফারুক ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং আল-ফারুক একাডেমি ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ছিলেন।
বুধবার (৫ নভেম্বর ২০২৫) সকালে আল-ফারুক একাডেমি প্রাঙ্গণে এই শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সিনিয়র শিক্ষক ইমাম হোসেন রাসেলের সঞ্চালনায় আল -ফারুক টাস্টের সভাপতি অধ্যক্ষ সাইয়েদ আহমদের সভাপতিত্ব, অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসহাক খন্দকার।
শোকসভায় বক্তারা মরহুম মাওলানা রফিউদ্দিন আহমাদ সাহেবের শিক্ষা বিস্তারে তাঁর অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা বলেন, নোয়াখালীর শিক্ষাজীবনে তাঁর ভূমিকা ছিল অগ্রগণ্য।
বক্তারা উল্লেখ করেন, তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় আল-ফারুক ট্রাস্ট এবং আল-ফারুক একাডেমি প্রতিষ্ঠিত হয়, যা আজও এলাকার সহস্রাধিক শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষা প্রদান করে যাচ্ছে।
শিক্ষার পাশাপাশি তিনি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ও জনহিতকর কাজে নেতৃত্ব দিয়েছেন, যার ফলস্বরূপ তিনি সর্বমহলে শ্রদ্ধার পাত্র ছিলেন। তাঁর এই প্রয়াণে নোয়াখালীর শিক্ষা ও সমাজসেবা অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।
মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌস কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
মাহফিলে আরও বক্তব্য রাখেন ট্রাস্টের ভাইসচেয়ারম্যান মাওলানা আবদুল মুনয়িম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. বোরহান উদ্দিন, ট্রাস্টের সেক্রেটারির এডভোকেট ইসমাইল মাহমুদ, মাওলানা হেফজুর রহমান, প্রিন্সপাল আবুল বাশার, সাবেক প্রধান শিক্ষক আবুল বাশার, ইমাম উদ্দিন পেয়ার, ইসমাইল হোসেন মানিক, অধ্যক্ষ কাজী নুরুল হক, আল-ফারুক ট্রাস্ট ও একাডেমির বর্তমান পরিচালনা পর্ষদ, গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। শোক সভায় দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবদুল মুনয়িম।