বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, বিগত নির্বাচনগুলোতে দুটি ধারার রাজনীতি করেছে। একটি ভারতপন্থী অপরটি ভারত বিরোধী মনোভাবাপন্ন মতাদর্শ। জনগণ এই দুই ধারার রাজনীতির শাসন দেখেছে কিন্তু প্রকৃত সুফল পায়নি। তিনি বলেন, ইসলামপন্থী ও বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী জনগণ নিজেদের আশা-আকাক্সক্ষার প্রতিফলন না হওয়ায় নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। তারা এখন ইসলামী আদর্শে বিশ্বাসী দলকে আগামী নির্বাচনে ক্ষমতায় দেখতে চায়। এ জন্য আগামী নিবাচনে জামায়াতে ইসলামীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, দলবাজ, চাঁদাবাজ ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর প্রার্থীদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। জনগণের মনে স্থান করে নিতে হবে। সৎ, দক্ষ এবং আদর্শিক নেতৃত্বে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিকল্প আর কেউ নেই।

গতকাল শুক্রবার রাজধানীর আলফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দুই দিনব্যাপী সিলেট অঞ্চল, খুলনা ও বাগেরহাট জেলার দায়িত্বশীলদের লিডারশীপ ট্রেনিং প্রোগ্রামের প্রথম দিনে আলোচনায় তিনি এ কথা বলেন। ট্রেনিং প্রোগ্রামে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, মাওলানা আবুল কালাম আজাদ, আবদুস সাদেক ভুইয়া, খন্দকার জাকারিয়া প্রমুখ।

হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয় অর্জনের মাধ্যমে এদেশেকে আদর্শিক ও কল্যাণ রাষ্ট্র গঠনে ও আধিপত্যবাদ মুক্ত দেশ গঠন করা হবে, ইনশাআল্লাহ। তিনি উল্লেখ করেন, আগামী নির্বাচনে বিগত স্বৈরাচারী সরকারের দোসরদের অংশগ্রহণের কোন সুযোগ নেই। প্রেসবিজ্ঞপ্তি।