অনলাইন পোর্টাল বাংলা আউটলুকে গতকাল ১২ ফেব্রুয়ারী “১৩ হাজার কোটি টাকা লুটেও বহাল তবিয়তে নাবিল গ্রুপ, নেপথ্যে জামায়াতের আশকারা?” শিরোনামে প্রকাশিত ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী। আজ ১৩ ফেব্রুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলা আউটলুক অনলাইন পোর্টালে অনুসন্ধানী রিপোর্টার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে নাবিল গ্রুপের রাজনৈতিক সংস্লিষ্টতা সম্পর্কে যে সব অভিযোগ করেছেন তার কোন ভিত্তি নেই।
বিবৃতিতে ড. মাওলানা কেরামত আলী আরও বলেন, গত ১৮ জানুয়ারী রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে জামায়াতে ইসলামীর সম্মেলনে লক্ষ জনতার পাশাপাশি রাজশাহীর বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সেই সম্মেলনে রাজশাহী মহানগরীর আমীরের অজ্ঞাতসারে নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম স্বপন মঞ্চে উঠে পড়েন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন পর্যায়ের কর্মী নন। নাবিল গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠান এবং এসকল প্রতিষ্ঠানের ব্যাংক ঋনও একান্ত তার নিজস্ব এবং এর ভালো মন্দের দায়ও একমাত্র তার নিজের। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে এর কোন সংশ্লিষ্টতা নেই।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমানুষের দল। জামায়াত নিয়মতান্ত্রিক পন্থায় বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রতিবেদনের মাধ্যমে মুলত জনগণের নিকট জামায়াতে ইসলামীকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। আমি বাংলা আউটলুক অনলাইন পোর্টালের এই প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আশা করছি যে, পোর্টালটি আমার এ প্রতিবাদটি সকলের জানার জন্য যথাস্থানে ছাপিয়ে সাংবাদিকতার নীতির প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং এর মাধ্যমে ভুল বুঝাবুঝির অবসান হবে।”