বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের নেতাদের ন্যায্য দাবির প্রতি সমর্থন ব্যক্ত করে বলেন, তারা অত্যন্ত কষ্টে আছেন। তারা সরকারের সাহায্য-সহযোগিতা ছাড়াই ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিচ্ছেন। তারা শিশুদের শিক্ষা দিয়ে তাদের মানুষ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছেন।

গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের বৈঠকে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মোঃ নাসির উদ্দিন খান, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের সমন্বয়ক মোঃ মতিউর রহমান, মোঃ মোহসীন, মোঃ আব্দুল আলিম, মোঃ নিজামউদ্দিন, মোঃ বশীর আহম্মেদ, মোঃ সোহেল রানা মোঃ জুয়েল মণ্ডল, মোঃ নিজাম উদ্দিন, মোসাম্মাৎ কামরুন্নাহার নুপুর, মোসাম্মাৎ রাজিয়া সুলতানা।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ২০১৩ সালের ২০ জানুয়ারি গেজেট থেকে বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে অবিলম্বে জাতীয়করণ করা উচিত। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের শিক্ষকগণ তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করতে গিয়ে পুলিশের লাঠি পেটা খেয়েছেন ও নির্যাতিত হয়েছেন। শিক্ষকদের দাবি না মেনে তাদের উপর জুলুম-নির্যাতন চালানোর ঘটনা অত্যন্ত দুঃখজনক।

তিনি বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের ন্যায্য ও যৌক্তিক দাবির প্রতি সমর্থন ব্যক্ত করে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শিক্ষকদের আন্দোলনের প্রতি ইতোপূর্বেও সমর্থন জানিয়েছে, ভবিষ্যতেও তাদের দাবি আদায়ের ব্যাপারে সহযোগিতা অব্যাহত থাকবে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মোঃ নাসির উদ্দিন খান অধ্যাপক মুজিবুর রহমানের বক্তব্যের সাথে এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ঐক্য পরিষদের শিক্ষকদের দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে তাদের দাবি আদায়ের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।