DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজনীতি

যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা কায়েম হলে বাংলাদেশ হবে আরও উন্নত-সমৃদ্ধশালী - অধ্যক্ষ নুরুল আমিন

চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, “যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা কায়েম হলে বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধশালী হবে। এটি কুরআনের শাসন কায়েম ছাড়া সম্ভব নয়। তাই কুরআন-সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য সৎ, যোগ্য এবং আল্লাহভীরু লোকদের হাতে নেতৃত্ব দিতে হবে।

চট্টগ্রাম ব্যুরো
Printed Edition
Untitled-1

চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, “যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা কায়েম হলে বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধশালী হবে। এটি কুরআনের শাসন কায়েম ছাড়া সম্ভব নয়। তাই কুরআন-সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য সৎ, যোগ্য এবং আল্লাহভীরু লোকদের হাতে নেতৃত্ব দিতে হবে। এজন্য আলেম ওলামাসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” শনিবার ফটিকছড়ি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মপুর শাখার আয়োজনে পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাজিম উদ্দিন ইমু বলেন, “ফটিকছড়ির প্রতিটি এলাকায় জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছাতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির লক্ষ্যে কাজ করতে হবে।” আবু জাফর মোহাম্মদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফটিকছড়ি থানা জামায়াতে ইসলামীর আমীর নাজিম উদ্দিন ইমু এবং জামায়াতে ইসলামী শিল্প ও বাণিজ্য শাখার চট্টগ্রাম উত্তর জেলার সহ সভাপতি মোহাম্মদ আবদুর রহিম।

আলোচনা ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা নুরুল আলম আজাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ইউসুফ বিন সিরাজ, মসজিদ মিশন ফটিকছড়ি উপজেলার সভাপতি মাওলানা তৈয়ব নূরী, আদর্শ শিক্ষক পরিষদ ফটিকছড়ি উপজেলার সভাপতি অধ্যাপক মো. সেলিম, মুরাদপুর-চান্দগাঁও অঞ্চল সিবিএফ এর সভাপতি মো. রাশেদুল আজম মনজুর, পাঁচলাইশ অঞ্চল সিবিএফ এর সভাপতি মো. কামাল উদ্দিন, জামায়াতে ইসলামী আবদুল্লাহপুর ইউনিয়নের সভাপতি মাওলানা নুরুল আলম, বক্তপুর ইউনিয়নের সভাপতি ফজলুল কাদের, জাফতনগর ইউনিয়নের সভাপতি আওয়াল আলী, আজাদী বাজার ব্যবসায়ী কল্যাণের সভাপতি বাবুল ও সেক্রেটারি ওমর ফারুক, এবং ফতেহনগর আইনুল ইসলাম মাদ্রাসার পরিচালক মাওলানা কাউছার উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ, ধর্মপ্রাণ মুসল্লি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন আজাদী বাজার মাদ্রাসার শিক্ষক মাওলানা ফখরুল ইসলাম।

সমিতিরহাট শাখার ইফতার উপহার বিতরণ : শুক্রবার ফটিকছড়ি উপজেলার হালদারকুল আনন্দ বাজার এলাকায় ইফতার উপহার বিতরণ করেছেন জামায়াতে ইসলামী সমিতিরহাট শাখা। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। জামায়াতে ইসলামী সমিতিরহাট ইউনিয়ন শাখার সভাপতি ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে জামায়াতে ইসলামী রোসাংগীরি ইউনিয়ন শাখার সেক্রেটারি শাহেদুল আলম চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী শিল্প ও বাণিজ্য শাখার চট্টগ্রাম উত্তর জেলার সহসভাপতি মোহাম্মদ আবদুর রহিম, সমিতিরহাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম, ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ। ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী সমিতিরহাট ইউনিয়ন শাখার সেক্রেটারি মোরশেদুল আলম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিমসহ আরো অনেকে।