মাহমুদুল হক বাহাদুর, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বান্দরবান-৩০০ নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব এডভোকেট আবুল কালাম বলেছেন, “ন্যায় ও ইনসাফের ভিত্তিতে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত বান্দরবান গড়াই আমাদের অঙ্গীকার। এখানে মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ সমান মর্যাদা ও অধিকার ভোগ করবে ইনশাআল্লাহ।”
শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি রেস্ট হাউস মিলনায়তনে উপজেলা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত দায়িত্বশীলদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মুহাম্মদ আইয়ুব আনচারি’র সঞ্চালনায় এবং উপজেলা যুব বিভাগের সভাপতি এডভোকেট কামরুল আমীনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব এস এম আব্দুচ সালাম আজাদ, প্রধান মেহমান ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ খায়রুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী জনাব এড আবুল কালাম,
অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা বদিউল আলম, নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মোহাম্মদ আবু নাছের, চট্টগ্রাম দক্ষিণ জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা রফিক বশরী ও বান্দরবান পৌর জামায়াতের আমীর মাওলানা হারুনুর রশিদ।
এডভোকেট আবুল কালাম তার বক্তব্যে আরও বলেন, “ভোট জনগণের মৌলিক অধিকার। কেউ যদি ভোট চুরি বা জালিয়াতির চেষ্টা করে, জনগণ তা প্রতিহত করবে। দাঁড়িপাল্লার বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভা শেষে বক্তারা প্রার্থী এডভোকেট আবুল কালামের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন জানিয়ে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টার অঙ্গীকার ব্যক্ত করেন।