আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার প্রশ্নে গণভোট নিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন নেতার মাজার ও জুলাই বিপ্লবী শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
এ কর্মসূচিতে উপস্থিত অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতারা।
এনসিপির নির্বাচনি প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধনের পর নাহিদ ইসলাম বলেন, ১০ দলীয় নির্বাচনি ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে, ইনশাল্লাহ। বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছেন।
জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারকে এগিয়ে নিতে ১০ দলীয় ঐক্যের জয় লাভের কোনো বিকল্প নাই বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা-৮ আসনে এনসিপির মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারীর জন্য শাপলা কলি মার্কায় ভোট চেয়ে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের মানুষের মনের কথা, বাংলাদেশের মানুষের স্বপ্নের কথা, ঢাকা ৮-এর বাসিন্দাদের কষ্ট-দুঃখ দুর্দশার কথা নাসীরুদ্দীন পাটওয়ারী তুলে ধরছেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং তার পাশে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। এরপর এনসিপি নেতারা তাদের নির্বাচনি যাত্রা শুরু করেন। মার্চ ফর জাস্টিস নামে এই নির্বাচনি যাত্রা মতিঝিল গিয়ে শেষ হয়।