গংগাচড়ায় অবৈধ বালু লুটের সা‌থে জামায়াত‌কে জ‌ড়ি‌য়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছে বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামী গংগাচড়া উপ‌জেলা শাখা।

শ‌নিবার (২৫ অ‌ক্টোবর) উপ‌জেলা জামায়া‌তের প্রচার ও মি‌ডিয়া সে‌ক্রেটা‌রি আশরাফুল আলম এ প্রতিবাদ জানি‌য়ে এক বিবৃ‌তি দি‌য়ে‌ছেন।

বিবৃ‌তি‌তে বলা হয়, ২৫/১০/২৫ তারিখে ডিআরবি নিউজ ও প্রতিদিনের বাংলাদেশ নামক ২ টি অনলাইন পত্রিকায় জামায়াত নেতার বালু লুট মর্মে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে আলমবিদিতর ইউনিয়ন সভাপতির বরাতে বলা হয়েছে যে উক্ত ব্যক্তি জামায়াতের ভোটার ও সমর্থক এবং তিনি জামায়াতের কোন পর্যায়ে কোন পদবীতে নেই। তারপরও উল্লেখিত মোখলেছার রহমানকে জামায়াত নেতা বানিয়ে সংবাদের হেডিং করা হলুদ সাংবাদিকতারি নামান্তর। একটি শ্রেণি পরিকল্পিতভাবে জামায়াতের ইমেজকে ক্ষুন্ন করার জন্য বিভ্রান্তি ছড়ানোর অপপ্রয়াশ চালিয়ে যাচ্ছে।

বিবৃ‌তি‌তে বলা হয়, আমরা স্পষ্টভাবে বলতে চাই জামায়াতে ইসলামী আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সব ধরনের চাঁদাবাজী, টেন্ডারবাজী, অবৈধ দখল ও আইনবিরোধী কাজের ব্যাপারে সবসময় জিরো টলারেন্স।

বিবৃ‌তি‌তে আ‌রো বলা হয়, সাংবাদিকরা জাতীর বিবেক, আমরা সবসময় তাদের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ প্রত্যাশা করি। আমরা আশা করি সংশ্লিষ্ট মিডিয়ায় আমাদের এই প্রতিবাদলিপি যথাযথ স্থানে প্রকাশ করে বিভ্রান্তি নিরসন করবেন এবং ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সচেতন হবেন।