খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কোনো শিক্ষার্থীর ক্ষতি হলে সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ছাত্রশিবির সেক্রেটারি বলেন, ‘কুয়েটে অনশনে বসা ৩২ শিক্ষার্থীর মধ্যে ২৭ জনই অসুস্থ হয়ে পড়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের ফলেই যে ভিসি তার চেয়ার পেয়েছেন, সেই চেয়ার নির্লজ্জের মতো আঁকড়ে ধরে শিক্ষাঙ্গনে এমন অস্থির পরিবেশ তৈরি করে রাখাটা অত্যন্ত দুঃখজনক।

অচলাবস্থা নিরসনে ভিসির পদত্যাগ জরুরি উল্লেখ করে তিনি বলেন, কুয়েটে কোনো শিক্ষার্থীর ক্ষতি হলে সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে।

শিক্ষা উপদেষ্টাকে দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান তিনি।’

প্রসঙ্গত, সোমবার (২১ এপ্রিল) বিকাল ৪টা থেকে কুয়েট ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়টির ৩২ শিক্ষার্থী।