ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছেন। তিনি হলেন মোঃ জাহিদুর রহমান।
মানিকগঞ্জ জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ইতিমধ্যে মানিকগঞ্জ-১ আসনের জন্য ডাক্তার আবু বক্কর সিদ্দিক ও মানিকগঞ্জ-৩ আসনের জন্য মাওলানা দেলাওয়ার হোসাইনের নাম ঘোষণা করা হয়েছে।
মানিকগঞ্জ-২ আসনের প্রার্থী জাহিদুর রহমান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন। বর্তমানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির দায়িত্বে ও ডিজিএম (এডমিন), ইবনে সিনা ট্রাস্ট। মানিকগঞ্জ-২ আসনটি হরিরামপুর, সিংগাইর উপজেলা ও মানিকগঞ্জ সদর উপজেলার ৩টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে দীর্ঘ দিন পর জামায়াতে ইসলামী তাদের প্রার্থীর নাম ঘোষণা করেন।