নীলফামারীর জলঢাকা উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শ্রমিকদের বিশাল সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক চর্চা ও শ্রমিক কল্যাণের দাবিতে হাজারো শ্রমজীবী মানুষ এ কর্মসূচিতে যোগ দেন। বিভিন্ন ইউনিয়ন থেকে ট্রাক, ভ্যান ও মোটরসাইকেলযোগে শ্রমিকদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিপূর্ণ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জলঢাকা উপজেলা সভাপতি রেজাউল ইসলাম। পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাজেদুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনার রশিদ।প্রধান আলোচকের বক্তব্য রাখেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের জামায়াত মনোনীত পদপ্রার্থী ও জেলা মজলিসের সুরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, জেলা মজলিসের সুরা সদস্য প্রভাষক ছাদের হোসেন, উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়ম্মার আল হাসান, সহকারী সেক্রেটারি প্রভাষক মুজাহিদ মাসুম এবং পৌর জামায়াতের আমীর মাওলানা মোজাম্মেল হক।