সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা শাখার ৩ নং ওয়ার্ডে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৩ আসনের জামায়াতের এমপি পদ প্রার্থী ডঃ ইকবাল হোসাইন এর পক্ষে সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা শাখার নেতাকর্মী ও সমর্থকেরা বিশাল নির্বাচনী গনসংযোগ করেন। ১ অক্টোবর বাদ এশা স্থানীয় কয়েক শত নেতা কর্মী জনগণের সাথে সাক্ষাৎ করে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট ও দোয়া চান। মুক্তিনগর এলাকার মসজিদ থেকে শুরু করে মাদানীনগর পারা মহল্লার বিভিন্ন এলাকা হয়ে সড়ক ও অলিতে গলিতে ভোটারদের সাথে সাক্ষাৎ করেন। উক্ত মিছিল ও গনসংযোগটি নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ দক্ষিন থানা আমির মাওলানা মোস্তফা কামাল।

গণসংযোগ শেষে মাদানীনগর অফিসে সংক্ষিপ্ত আলোচানায় থানা আমীর মাওলানা মোস্তফা কামাল বলেন "আমাদের সামনে কঠিন পরীক্ষা। এ পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া আল্লাহ সফলতা দান করেন না। আমাদের সামনে সম্ভাবনা অনেক। শুধু মানুষকে আমাদের বোঝাতে হবে। তাদের দ্বারে দ্বারে যেতে হবে। তিনি আরো বলেন, মিছিল যেমন দরকার ঠিক তেমনি মানুষের কাছ ডোর টু ডোর দাওয়াত দেওয়াও দরকার তাহলেই মানুষ আমাদেকে জানতে পারবে বুঝতে পারবে। ভোটারদের মন জয় করা জামায়াতের অন্যতম লক্ষ। এ লক্ষে যেতে হলে আমাদের মেলে ধরার বিকল্প নেই। আশাকরি আপনাদের উপদেশ ও পরিশ্রমের মাধ্যমে আমরা কাক্সিক্ষত লক্ষ্যে উপনিত হতে পারবো। আর আল্লাহর কাছে দোয়া করবেন যে, হে আল্লাহ আপনি যে পরিবেশ তৈরি করে দিয়েছেন তা যাতে আমরা যথাযত কাজে লাগাতে পারি এবং চূড়ান্ত বিজয়ের মাধ্যমে দেশ ও দশের সেবা করায় সুযোগ লাভ করতে পাবি।

উক্ত গণসংযোগে আরো যেসব দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন তারা হলেন, থানা সেক্রেটারি কামরুল ইসলাম রিপন, আব্দুল খালক, রমজান আলী, শাহনেওয়াজ দ্বীপু, শহিদুল ইসলাম প্রমুখ।