জুলাই সনদ ও নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর পল্টন মোড়ে জামায়াতে ইসলামী ও সমমনা ৮ দলের সমাবেশ শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর আগেই ব্যাপক সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি আশপাশের সড়কে ছড়িয়ে পড়েছে।

এদিকে দুপুরের আগে থেকেই জনস্রোতে ভরে উঠতে থাকে পল্টন এলাকা। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে নেতা–কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। মিছিল-স্লোগান মুখর পুরো এলাকা, ‘জুলাই সনদ বাস্তবায়ন কর, গণভোটের তারিখ দাও’, ‘লেভেল প্লেয়িং ফিল্ড চাই’— এমন সব ব্যানার, প্ল্যাকার্ডে ছেয়ে গেছে পুরো পল্টন মোড়।

সমাবেশ মঞ্চে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা এবং ডেভেলপমেন্ট পার্টির শীর্ষ নেতারা উপস্থিত হয়েছেন।