বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, জুলাই সনদের আইনগত বৈধতার মাধ্যমে পি আর পদ্ধতিতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই এখন জনগণের প্রত্যাশা।
তিনি গতকাল মঙ্গলবার রংপুর মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয় মিলনায়তনে রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে দিনব্যাপী আয়োজিত অঞ্চল দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মাওলানা আব্দুল হালিম বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনের জন্য জামায়াত প্রস্তত। তবে এখনও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। এজন্য জনগণের দাবি অবাধ সুষ্ঠুও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। সনাতন পদ্ধতিতে জনগণের প্রত্যাশা পূরণ হয় না। পিআর পদ্ধতিতে মনোনয়ন বাণিজ্য এবং ভোট ডাকাতির সুযোগ থাকবে না। কেন্দ্র দখল হবেনা। জনগণ শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তাই নতুন বাংলাদেশ গড়তে আমরা সকল দলের অংশগ্রহণমূলক এই নতুন পদ্ধতির নির্বাচনের দাবী জানাচ্ছি। জুলাই সনদ বাস্তবায়নের আগে কোন নির্বাচন হবে না।
মাওলানা আব্দুল হালিম বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ২৪ শের বিপ্লব সাধিত হয়েছে। পতিত স্বৈর শাষক গোষ্ঠী জাতীয় পার্টির ঘাড়ে সওয়ার হয়ে এখন সেই বিপ্লবকে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। ১৫ বছরের আওয়ামী দুঃশাসনে এই জাতীয় পার্টি তাদের ক্ষমতায় টিকে থাকার সিড়ি হিসেবে সক্রিয়ভাবে কাজ করেছে। ২৪ শে এর প্রশ্নবিদ্ধ বির্তকিত নির্বাচন অনুষ্ঠানও জাপার সহযোগিতায় হয়েছিল। জাতীয় পার্টি ছিল ভারত ও আওয়ামী লীগের বি-টিম। তিনি বলেন, জুলাই আন্দোলনের অংশীজনরা তাদের ষড়যন্ত্রের মুখে বসে থাকবে না। সকলে ঐক্যবদ্ধ ভাবে আমরা ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবেলা এবং প্রতিহত করবো ইনশায়াল্লাহ। তিনি বলেন ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের অংশ হিসেবে ভিপি নুরুল হক নুরের উপর পৈচাশিক হামলা এবং রক্ত ঝরেছে। এ রক্ত বৃথা যাবে না। আমরা প্রত্যেকে ঐক্যবদ্ধ থাকবো।
অঞ্চল বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, মুহাম্মদ আব্দুর রশিদ ও মাওলানা আব্দুল হাকিম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, রংপুর মহানগর সেক্রটারি কে এম আনোয়ারুল হক কাজল, রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, সেক্রেটারি মাওলানা এনামুল হক, নীলফামারী জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার, সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম, পঞ্চগড় জেলা আমীর মোহাম্মদ ইকবাল হোসাইন, সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসাইন, দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ মোহাম্মদ আনিছুর রহমান, সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, লালমনিরহাট জেলা আমীর এডভোকেট আবু তাহের, সেক্রেটারি এডভোকেট ফিরোজ হায়দার লাভলু, গাইবান্ধা জেলা আমীর মোহাম্মদ আব্দুল করিম সরকার, সেক্রেটারি মাওলানা জহুরুল হক, কুড়িগ্রাম জেলা আমীর মুহাদ্দিস আব্দুল মতিন ফারুকী, সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন এবং ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান এবং সেক্রেটারি মোহাম্মদ আলমগীর হোসেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।