অবিলম্বে জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নসহ ৭ দফা দাবি আদায়ে ১৯ জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার ৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী।
ওয়ার্ড সভাপতি ওমর গণির সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল আজিজ শোয়াইবের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি আজাদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মোরশেদুল ইসলাম চৌধুরী বলেন, জামায়াতে ইসলামী ঘোষিত ৭-দফা আদায়ের মাধ্যমেই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সফলতা অর্জন করতে হবে। সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ করতে হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৪ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সেক্রেটারি সাবেক ছাত্রনেতা রকিবুল হাকিম, বিএম সেক্রেটারি আব্দুল আহাদ, ৪ নম্বর ওয়ার্ডের শূরা ও কর্মপরিষদ কাউন্সলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক রইসুর রহমান চৌধুরী তিতু, মাওলানা জালাল আহমদ, ড. মো. আনোয়ার হোসেন নুরী প্রমুখ।