চিরিরবন্দরের অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের যোগীর ডাঙ্গা ঈদগাঁহ মাঠ এলাকায় রোববার (১৩ এপ্রিল) দিবাগত রাতে দূর্বৃত্তের হামলায় মারাত্মক ভাবে জখম হয়েছেন উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চিরিরবন্দর উপজেলা নির্বাহী সদস্য মো: হাবিবুর রহমান (৩২)। তিনি মোস্তফাপুর গ্রামের সরকারপাড়ার আকাব উদ্দিনের ছেলে।
এ সময় তাকে ধারালো অস্ত্র চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে শরিরের বিভিন্ন যায়গায় কুপিয়ে অত্যন্ত বীভৎস অবস্থায় জখম করেছে দুর্বৃত্তরা। রাতেই তাকে আশঙ্কা জনক অবস্থায় দিনাজপুর সরকারি মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আত্নীয় স্বজন ও এলাকাবাসী ঘটনার সূত্র সম্পর্কে জানান, ঘটনার সময় হাবিবুর রহমানের উপর অভিযুক্ত আমিনুল ইসলামের নেতৃত্বে আনুমানিক ৭-৮ জনের একটি দল সন্ত্রাসী কায়দায় চলন্ত মোটর সাইকেলে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। হাবিবুর রহমানের চিৎকারে আশেপাশের বাড়ীর লোকজন আসলে হামলাকরীরা পালিয়ে যায়। আমিনুল ইসলাম পার্শ্ববর্তী বাড়িতে লুকানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে এবং পুলিশের হাতে তুলে দেয়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে। এ বিষয় তদন্ত করে আরো বিস্তারিত তথ্য জানানো হবে।
চিরিরবন্দর উপজেলা জামায়াতের আমীর প্রভাষক মো: রাশেদুল হক এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, মো: হাবিবুর রহমান সংগঠনের একজন একনিষ্ঠ কর্মী। বিভিন্ন সামাজিক কার্যক্রম ও সাংগঠনিক কাজে সক্রিয় থাকে। হামলাকারীরা অন্য কারো ইন্ধনে কাজটি করেছেন কিনা তা প্রসাশনের খতিয়ে দেখা প্রয়োজন। এছাড়াও হামলাকারী ও এর সহায়তাকারী সকলকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবী জানান।
এলাকাবাসী এহেন ঘৃণ্যতম কাজের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য দাবী জানান।